অটোমোবাইল ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫, ০১:২৬ পিএম
টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান হিরো নতুন স্কুটার আনল। যার মডেল হিরো জুম ১২৫। এটি সাশ্রয়ী দামের স্কুটার। যার মাইলেজও দুর্দান্ত। ভারতের বাজারে স্কুটারটির দাম মাত্র ৮৬ হাজার ৯০০ রুপি। সম্প্রতি ভারত মোবিলিটি এক্সপোতে এই স্কুটারটি অবমুক্ত করা হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর এই স্কুটারটি অবশেষে বাজারে এসেছে। ১২৫ সিসি সেগমেন্টে চাহিদা বেড়ে যাওয়ার কারণে মডেলটি বাজারে এনেছে হিরো মোটোকর্প। সম্পূর্ণ নতুন ডিজাইনে তৈরি এই স্কুটার নিয়ে বড় ঘোষণা করল হিরো।
হিরো মোটোকর্প জানিয়েছে, আগামী মার্চ মাস থেকে জুম ১২৫-এর ডেলিভারি শুরু করবে। এই খবর স্বভাবতই বুকিং করেছেন বা করবেন এমন ক্রেতাদের মুখে হাসি ফুটিয়েছে। যাই হোক, বাজারে মডেলটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে টিভিএস এনটর্ক ১২৫।

হিরো জুম ১২৫-এর ডিজাইন সম্পূর্ণ নতুন ও আকর্ষণীয়। স্কুটারটির সামনের অ্যাপ্রন বেশ শার্প ও স্পোর্টি লুকের। যেখানে ইন্টিগ্রেটেড এলইডি লাইট রয়েছে। এছাড়াও স্লিম সাইড ও টেইল সেকশন এটিকে আরও আধুনিক ও স্টাইলিশ করে তুলেছে।
জুম ১২৫ মডেলে দেওয়া হয়েছে ১২৫ সিসির ইঞ্জিন। যা ভালো পারফরম্যান্স প্রদান করবে। স্কুটারটির আন্ডারবোন চ্যাসিস টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও মোনোশক সাসপেনশন দ্বারা সমর্থিত। এতে ১৪ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে। যা ১২৫ সিসি স্কুটারে এই প্রথম। নিরাপত্তা নিশ্চিত করতে সামনে ডিস্ক ব্রেক ও পেছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সস্তায় কিনুন চার্জার বাইক
হিরো জুম ১২৫-এ রয়েছে এক্সটার্নাল ফুয়েল ফিলার ক্যাপ। এতে চালকের সুবিধা আরও বাড়বে। এছাড়াও অল-এলইডি লাইটিং সিস্টেম ও স্ক্রল-স্টাইল টার্ন ইন্ডিকেটর মডেলটিকে আধুনিক লুক দিয়েছে। এতে এলসিডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, যেখানে ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যাভারেজ ফুয়েল কনজাম্পশন, ডিসট্যান্স-টু-এম্পটি, স্পিডোমিটার, ফুয়েল গেজ ও অন্যান্য টেল-টেল লাইটের সুবিধা রয়েছে।
এজেড