শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইলেকট্রিক বাহন

সস্তায় কিনুন চার্জার বাইক

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ১১:২৭ এএম

শেয়ার করুন:

electric bike

সাশ্রয়ী দামে ইলেকট্রিক স্কুটার আনল ফেরাটো। যার মডেল ফেরাটো ডেফি ২২। ভারতের অনুষ্ঠিত অটো এক্সপো ২০২৫-এর মঞ্চে আত্মপ্রকাশ করেছে ইলেকট্রিক স্কুটারটি। মডেলটির দাম সকলের দৃষ্ট আকর্ষণ করতে বাধ্য। 

এই স্কুটারের অন্যতম আকর্ষণীয় ফিচার হল রিমোট কি, যার মাধ্যমে দূর থেকেই স্কুটারটি লক ও আনলক করা যাবে।


বিজ্ঞাপন


ফেরাটো ডেফি ২২ স্কুটারটি সর্বোচ্চ ৭০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগ তুলতে সক্ষম। একবার সম্পূর্ণ চার্জে এটি ৮০ কিমি পর্যন্ত চলতে পারে। এতে ব্যবহৃত হয়েছে দীর্ঘস্থায়ী এবং নিরাপদ আইপি৬৭ রেটিং যুক্ত লিথিয়াম আইরন ফসফেট বা এলপিএফ ব্যাটারি। এছাড়াও, এর সঙ্গে একটি আইপি৬৫ রেটেড ওয়েদারপ্রুফ চার্জার দেওয়া হয়েছে, যা যেকোনো আবহাওয়াতেই নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে। 

স্কুটারটিতে ১২০০ ওয়াট ক্ষমতার মোটর রয়েছে, যা সর্বাধিক ২৫০০ ওয়াট আউটপুট প্রদান করতে পারে। স্কুটারটিতে ৭২ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার আওয়ার (২.২ কিলোওয়াট আওয়ার) ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা উন্নত পারফরম্যান্স ও দীর্ঘ ব্যাকআপ নিশ্চিত করবে।

e-bike

ডেফি ২২-এর ডিজাইন অত্যন্ত আধুনিক ও স্টাইলিশ। এর ১২-ইঞ্চির অ্যালয় হুইল স্কুটারটিকে আরও আকর্ষণীয় ও স্থিতিশীল করে তোলে। স্কুটারের সামনে একটি ৭-ইঞ্চির টাচস্ক্রিন স্পিডোমিটার রয়েছে, যা মিউজিক ফিচার সমর্থন করে। এই স্কুটারে তিনটি রাইডিং মোড দেওয়া হয়েছে – ইকো, সিটি ও স্পোর্টস, যা চালকের প্রয়োজন অনুসারে পারফরম্যান্স পরিবর্তনের সুযোগ দেয়।


বিজ্ঞাপন


ডুয়েল ফুটবোর্ড লেভেল থাকায় এটি চালকের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে এবং দীর্ঘ যাত্রার জন্যও উপযুক্ত। ফলে এটি শুধুমাত্র তরুণ প্রজন্মের রাইডারদের জন্যই নয়, বরং কর্মজীবী এবং পরিবারের সদস্যদের জন্যও উপযোগী। নিরাপত্তার কথা মাথায় রেখে এই স্কুটারে কম্বি ডিস্ক ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে। সামনের চাকায় ২২০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ১৮০ মিমি ডিস্ক ব্রেক রয়েছে, যা উচ্চগতিতে চালানোর সময়ও নিরাপত্তা নিশ্চিত করবে। স্কুটারের বুট স্পেস ২৫ লিটার, যা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস বহনের জন্য যথেষ্ট।

আরও পড়ুন: টিভিএসের এই ইলেকট্রিক স্কুটার বাজারে সাড়া ফেলবে

ডেফি সাতটি ডুয়েল কালার বিকল্পে বাজারে এসেছে। এর মধ্যে রয়েছে শ্যাম্পেন ক্রিম, ব্ল্যাক ফায়ার, কোস্টাল আইভরি, ইউনিটি হোয়াইট, রেসিলেন্স ব্ল্যাক, ডোভ গ্রে এবং ম্যাট গ্রিন। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর