অটোমোবাইল ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম
হাঙ্গেরির বিখ্যাত কোম্পানি কিওয়ে আন্তর্জাতিক বাজারে নতুন মোটরসাইকেল আনল। যার মডেল কিওয়ে কে৩০০ এসএফ। এটা কোম্পানির কে৩০০এন নেকেড স্ট্রিট বাইকের আপগ্রেড সংস্করণ।
আরও পড়ুন: রয়েল এনফিল্ড নতুন মোটরসাইকেল আনল, দাম ২ লাখ
কিওয়ে কে৩০০ এসএফ বাইকের ফিচার
কে৩০০ এসএফ মূলত কে৩০০এন-এর ওপর ভিত্তি করে তৈরি হলেও এতে সাবলীল নতুন ডেকাল এবং ইঞ্জিন টিউনিংয়ে সামান্য পরিবর্তন আনা হয়েছে। বাইকটির লো-স্লাং হেডলাইট, মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক এবং শার্প টেল সেকশন আগের মতোই রাখা হয়েছে, যা এটিকে আরও অ্যাগ্রেসিভ লুক দেয়। এটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে – রেড, ব্ল্যাক এবং হোয়াইট।

বাইকটিতে ২৯২.৪ সিসির সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৮৭৫০ আরপিএম গতিতে ২৭.১ বিএইচপি শক্তি এবং ৭০০০ আরপিএম গতিতে ২৫ এনএম টর্ক উৎপন্ন হবে। এটি ছয়-গতির গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচের সঙ্গে এশেছে। ফলে গিয়ার পরিবর্তন আরও মসৃণ হবে।

হার্ডওয়্যারের ক্ষেত্রে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল, ইউএসডি ফর্ক এবং মোনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। যা বাইকটির স্টেবিলিটি উন্নত করে। ব্রেকিংয়ের জন্য সামনে ও পিছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং ডুয়েল-চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। এছাড়া সম্পূর্ণ এলইডি লাইটিং এবং ডিজিটাল কনসোল-এর মতো আধুনিক ফিচারও রয়েছে।
এজেড