রয়েল এনফিল্ড নতুন মোটরসাইকেল আনল। ৪৪০ সিসির এই বাইকের মডেল স্ক্র্যাম ৪৪০। বাইকটির দাম ভারতে ২ লাখ রুপি। দুইটি ভার্সনে নতুন এই বাইক কেনা যাবে।
এগুলো হলো ট্রেইল এবং ফোর্স।
রয়েল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০ মডেলের ফিচার
বিজ্ঞাপন
রয়েল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০ মডেলে দেওয়া হয়েছে ৪৪৩ সিসির এয়ার/অয়েল-কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি ৬২৫০ আরপিএমে ২৫.৪ বিএইচপি পাওয়ার এবং ৪০০০ আরপিএমে ৩৪ এনএম টর্ক উৎপন্ন করে। এটি একটি ৬-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত, যা আগের তুলনায় ট্যুরিংয়ের জন্য আরও উপযোগী করে তুলেছে।

বাইকটির ট্রেইল ভ্যারিয়েন্টে ১৯/১৭ ইঞ্চির স্পোক হুইল এবং টিউব-টাইপ টায়ার ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, ফোর্স ভেরিয়েন্টে অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ার দেওয়া হয়েছে।
সাসপেনশনের ক্ষেত্রে টেলিস্কোপিক ফর্ক ও মোনোশক রয়েছে। যা অফ-রোড এবং অন-রোড উভয় পরিস্থিতিতেই ভালো পারফরম্যান্স দেবে। ব্রেকিংয়ের জন্য সামনে ও পিছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রয়েল এনফিল্ড হান্টারকে টেক্কা দেবে হোন্ডার এই রোডস্টার বাইক
ডিজাইন ও ফিচারের পরিবর্তন
রয়েল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০ মডেলের ডিজাইন স্ক্র্যাম ৪১১-এর সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে। বাইকটিতে একটি গোলাকার এলইডি হেডলাইট, ছোট একটি হেডলাইট কাওল, বড় ফুয়েল ট্যাংক এবং স্লিম টেল সেকশন রয়েছে। নতুন বাইকটি আরও আকর্ষণীয় করতে রয়্যাল এনফিল্ড নতুন পাঁচটি রঙে লঞ্চ করেছে – ফোর্স টিল, ফোর্স গ্রে, ফোর্স ব্লু, ট্রায়াল গ্রিন এবং ট্রায়াল ব্লু। নতুন মডেলটিতে এলইডি হেডলাইট, সুইচেবল ডুয়েল-চ্যানেল এবিএস, এবং উন্নত ফ্রন্ট ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে, যা স্টপিং পাওয়ার আরও ভালো করবে।
এজেড

