অটোমোবাইল ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫, ১০:১৮ এএম
দীর্ঘ রেঞ্জের ইলেকট্রিক স্কুটার আন্তর্জাতিক বাজারে এলো। যার মডেল কোমাকি এসই। এটি একটি ভারতীয় কোম্পানি। যাদের মূল প্রতিষ্ঠানের না কোমাকি ইলেকট্রিক ভেহিকেল। কয়েকটি ভার্সনে পাওয়া যাবে এই ইলেকট্রিক স্কুটার। দাম শুরু ৬৮ হাজার রুপি থেকে। সবগুলো ভার্সনই কোমাকি এমজি প্রো ইলেকট্রিক স্কুটারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা এই সিরিজের পারফরম্যান্স এবং টেকনোলজিকে আরও উন্নত করেছে।
অত্যাধুনিক এই ইলেকট্রিক স্কুটারে লিপো৪ ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে এসেছে, যা উন্নত লিথিয়াম-আয়ন ব্যাটারি হিসেবে পরিচিত। এই প্রযুক্তি ই-স্কুটারগুলির ব্যাটারির আয়ুষ্কাল এবং রেঞ্জ আরও বৃদ্ধি করবে বলে দাবি করা হয়েছে।
এই ই-স্কুটারে অত্যাধুনিক প্রযুক্তির অনেক ফিচার দেওয়া হয়েছে, যেমন ওয়্যারলেস কন্ট্রোলার, রিজেনারেটিভ ব্রেকিং, পার্কিং অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল এবং রিভার্স অ্যাসিস্ট। স্কুটারটি ডিজিটাল ম্যাট্রিক্স ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ আসে এবং ওয়্যারলেস আপডেট নেওয়ার ক্ষমতা রয়েছে। এছাড়াও এতে রিমোট লকিং, ফ্রন্ট ডিস্ক ব্রেক, সেল্ফ-ডায়াগনোসিস, অ্যান্টি-থেফট লক এবং মোবাইল চার্জিং পোর্ট যুক্ত করা হয়েছে, যা গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক।
আরও পড়ুন: সৌর বিদ্যুৎ চালিত গাড়ি এলো, দাম মাত্র ৩ লাখ
প্রসঙ্গত, নতুন কোমাকি এসই সিরিজের ই-স্কুটারগুলি উন্নত ব্যাটারি প্রযুক্তি, দীর্ঘ রেঞ্জ এবং আধুনিক ফিচারসের কারণে ইলেকট্রিক টু-হুইলার মার্কেটে বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে এসই ম্যাক্সের ২০০ কিমি রেঞ্জ। কম দামে বেশি রেঞ্জ এবং অত্যাধুনিক ফিচারের জন্য কোমাকি স্কুটার গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় হতে পারে।
এজেড