বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ঢাকা

সৌর বিদ্যুৎ চালিত গাড়ি এলো, দাম মাত্র ৩ লাখ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ এএম

শেয়ার করুন:

loading/img

বাজারে এলো সৌর বিদ্যুৎ চালিত গাড়ি। যার নাম ভাইভ ইভা। এই গাড়ি প্রদর্শিত হয়েছে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এর আসরে। এই সোলার কারটি এনেছে ভারতীয় কোম্পানি ভাইভ মোবিলিটি। সূর্যের আলোতে চলতে সক্ষম এই গাড়ির দাম মাত্র ৩ লাখ ২৫ হাজার রুপি। তিনটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে এই গাড়ি।

গাড়িটি ব্যাটারিসহ বা ব্যাটারি ছাড়া কেনার সুযোগ পাবেন ক্রেতারা। ব্যাটারি ছাড়া কেনার ক্ষেত্রে সাবস্ক্রিপশন করতে হবে। ব্যাটারিসহ ভাইভ ইভা কিনতে খরচ হবে ৪ লাখ রুপি। ব্যাটারি সাবস্ক্রিপশনে নিলে দাম পড়লে ৩ লাখ ২৫ হাজার রুপি। দুই ক্ষেত্রেই এই দাম প্রাথমিক এবং শুধু প্রথম ২৫ হাজার গ্রাহকদের জন্য দেওয়া হবে। পরবর্তীতে যে দাম বাড়ানো হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আবার ২০২৬ সালের মধ্যে ডেলিভারি চালু হবে বলে জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে।


বিজ্ঞাপন


car

আকারের দিক থেকে এটি একটি হ্যাচব্যাক গাড়ি, যার ছাদে রয়েছে একটি নমনীয় সৌর প্যানেল। এটি প্রতিদিন ১০ কিলোমিটার পর্যন্ত অতিরিক্ত রেঞ্জ সরবরাহ করবে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: এলো সোলার কার, খরচ ছাড়াই চলবে গাড়ি

গাড়ি নির্মান প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সোলার ইলেকট্রিক গাড়ি চালাতে প্রতি কিলোমিটারে মাত্র ০.৫ পয়সা খরচ পড়বে। ফলে বাজারের অন্যান্য বৈদ্যুতিক গাড়ির থেকেও সাশ্রয়ী হবে এটি।


বিজ্ঞাপন


car3

ইভার ব্যাটারি ফুল চার্জে ২৫০ কিমি পর্যন্ত রেঞ্জ দেবে। আবার সোলার প্যানেল থেকে বছরে ৩০০০ কিলোমিটার অতিরিক্ত রেঞ্জ পাওয়া যাবে। মজার বিষয়, মাত্র ৫ মিনিটের চার্জেই গাড়িটি ৫০ কিমি পথ চলার শক্তি আয়ত্ত করবে। ইভা সোলার গাড়ি ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ মাত্র মাত্র ৫ সেকেন্ডে তুলতে পারে।

ফিচারের প্রসঙ্গে বললে, মডেলটিতে ওভার-দ্য-এয়ার (ওটিএ) আপডেট, স্মার্টফোন ইন্টিগ্রেশন, রিমোট মনিটরিং এবং ভেহিকেল ডায়াগনস্টিকস ফিচার অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু এই গাড়িতে দুই জন মানুষের বসার ব্যবস্থা রয়েছে। কম দাম ও সোলার প্যানেল থাকার ফলে মডেলটি পরিবেশবান্ধব গাড়ির দুনিয়ায় সাড়ে ফেলবে বলে আশা করা হচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub