অটোমোবাইল ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ০৯:২৮ এএম
প্রতিবেশি দেশ ভারতে চলছে মোবিলিটি এক্সপো ২০২৫। এই প্রদর্শনীতে টিভিএস তাদের নতুন এই ইলেকট্রিক স্কুটারের উপর থেকে পর্দা সরিয়েছে। তবে মডেলটি এখনও কনসেপ্ট পর্যায়ে রয়েছে। যা কোম্পানির ভবিষ্যৎ ইলেকট্রিক স্কুটার ডিজাইনের সম্ভাবনা প্রকাশ করে। এই কনসেপ্ট স্কুটারটি আগামী প্রজন্মের আইকিউব গোত্রের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ছবি থেকে বোঝা যাচ্ছে যে পরবর্তী প্রজন্মের আইকিউবের তুলনায় আকারে বড় হবে। স্কুটারটিতে বড় বডি প্যানেল ও শার্প ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে। যা এটিকে আগের মডেলের চেয়ে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তুলেছে। গাড়ির দৈর্ঘ্য এবং প্রস্থও অনেক বেশি, যা সম্ভবত একটি নতুন ইভি সেগমেন্টে প্রবেশের ইঙ্গিত দিচ্ছে।

টিভিএস ভিশন আইকিউব কনসেপ্ট স্কুটারের নির্দিষ্ট প্রযুক্তিগত বিশদ জানায়নি। তবে দুটি সোয়াপেবল ব্যাটারি প্যাক দৃশ্যমান ছিল। এটি ইঙ্গিত দেয় যে সংস্থা ভবিষ্যতে আইকিউব মডেলে সোয়াপেবল বা রিমুভেবল ব্যাটারি প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে পারে। বর্তমান আইকিউব মডেলে এই ফিচার নেই, তাই নতুন প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক হতে পারে।
আরও পড়ুন: সুজুকি এই প্রথম ইলেকট্রিক স্কুটার আনছে, পাবেন ব্যাক গিয়ার
এই কনসেপ্ট স্কুটারের প্রোডাকশন মডেল কবে বাজারে আসবে সে বিষয়ে টিভিএস কোনো তথ্য প্রকাশ করেনি। তবে, অনুমান করা হচ্ছে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে কোম্পানি একটি নতুন প্রজন্মের আইকিউব লঞ্চ করতে পারে। এই নতুন কনসেপ্টের মাধ্যমে ইলেকট্রিক স্কুটার মার্কেটে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে। আগামী দিনে এই কনসেপ্টের ভিত্তিতে একটি বাস্তব প্রোডাকশন মডেল বাজারে আসবে কি না, তা দেখার বিষয়।
এজেড