শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

সুজুকি এই প্রথম ইলেকট্রিক স্কুটার আনছে, পাবেন ব্যাক গিয়ার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ১১:২২ এএম

শেয়ার করুন:

loading/img

এই প্রথম ইলেকট্রিক স্কুটার আনার ঘোষণা দিল সুজুকি। যার নাম সুজুকি ই-অ্যাক্সেস। ভারত মোবিলিটি এক্সপো ২০২৫-এর মঞ্চে আত্মপ্রকাশ করেছে সুজুকির প্রথম ইলেকট্রিক স্কুটার। বাজারে অতি জনপ্রিয় স্কুটি এক্সেস ১২৫ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি এই বৈদ্যুতিক স্কুটার আনা হয়েছে।

বেশকিছু আকর্ষণীয় ফিচারসহ এসেছে মডেলটি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাক গিয়ার এবং অধিক রেঞ্জ। শিগগিরই এই বৈদ্যুতিক স্কুটি বাজারে লঞ্চ করবে বলে আশা করা যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হোন্ডা ১১০ সিসির নতুন স্কুটার আনল 

নতুন সুজুকি ই-অ্যাক্সেস মডেলে ৩.০৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। যা একবার সম্পূর্ণ চার্জে ৯৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করতে পারে। এতে ৪.১ কিলোওয়াট মোটর ব্যবহার করা হয়েছে, যার সর্বোচ্চ গতি ৭১ কিমি/ঘণ্টা। স্কুটারটিতে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহৃত হয়েছে, যা সম্পূর্ণ চার্জ হতে ৬ ঘণ্টা ৪২ মিনিট সময় নেয়। তবে ফাস্ট চার্জার ব্যবহার করলে মাত্র ২.২ ঘণ্টায় ব্যাটারিটি ফুল চার্জ করা সম্ভব।

ride

ফিচার ও রাইডিং মোড


বিজ্ঞাপন


সুজুকি ই-অ্যাক্সেসে একাধিক রাইডিং মোড বর্তমান – ইকো, রাইড এ, রাইড বি। এগুলো ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী পারফরম্যান্স পরিবর্তনের সুবিধা দেবে। পাশাপাশি, রিভার্স মোড যুক্ত করা হয়েছে, যা পার্কিং ও পেছনে চলাচলের ক্ষেত্রে সক্ষমতা প্রদান করে। এছাড়াও এতে কি-লেস ইগনিশন, মাল্টি-ফাংশন স্টার্টার, এবং স্মার্টফোন কানেক্টিভিটি সমর্থিত টিএফটি ডিসপ্লে রয়েছে, যা ব্যবহারকারীদের স্মার্ট স্কুটারের অভিজ্ঞতা দেবে।

suzuki

নতুন বৈদ্যুতিক স্কুটারটিতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পেছনে মোনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এগুলো আরামদায়ক রাইডিংয়ের অভিজ্ঞতা দেবে। ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে সামনে ডিস্ক ব্রেক ও পেছনে ড্রাম ব্রেক রয়েছে, যা নিরাপদ ব্রেকিং নিশ্চিত করবে।

সুজুকি ই-অ্যাক্সেস তিনটি ডুয়েল-টোন রঙের অপশনে পাওয়া যাবে। এগুলো হলো মেটালিক ম্যাট ব্ল্যাক ২, পার্ল গ্রেস হোয়াইট, এবং পার্ল জেড গ্রিন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর