images

অটোমোবাইল

হিরো ২৫০ সিসির এক্সট্রিম মোটরসাইকেল আনছে

অটোমোবাইল ডেস্ক

১০ জানুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম

ভারতের বৃহৎ মোটরসাইকেল কোম্পানি হিরো ২৫০ সিসির নতুন এক্সট্রিম মোটরসাইকেল আনছে। শিগগিরই এই বাইক বাজারে ছাড়ার প্রস্তুত হচ্ছে কোম্পানি। যার মডেল হিরো এক্সট্রিম ২৫০আর। সম্প্রতি ভারতের রাস্তায় বিজ্ঞাপনী শুটিং চলাকালীন বাইকটি দেখা গেছে। 

বিভিন্ন সূত্র মারফত দাবি করা হয়েছে ২০২৫-এর প্রথমেই লঞ্চ হতে চলেছে এই বাইক। 

হিরো এক্সট্রিম ২৫০আর নতুন ২৫০ সিসি প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি। যার উন্নয়নের কাজ হিরো মোটোকর্প নিজেরাই করেছে। আবার এই প্ল্যাটফর্মে তৈরি দ্বিতীয় মোটরসাইকেল হতে চলেছে কারিজমা এক্সএমআর ২৫০। যা আগামী কয়েক মাসের মধ্যে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। 

এক্সট্রিম ২৫০আর একটি আদর্শ স্ট্রিট-ফাইটার লুক পেয়েছে। অ্যাঙ্গুলার এলইডি হেডলাইটে একটি এলইডি ডিআরএল রয়েছে, এবং ফুয়েল ট্যাঙ্কটি বেশ মোটা। ট্যাঙ্কের এক্সটেনশনগুলো সুন্দরভাবে সংহত করা হয়েছে এবং অ্যাঙ্গুলার ডিজাইন থিম অনুসরণ করেছে। সাইড এবং টেইল সেকশনগুলো একক ইউনিটের মতো দেখাচ্ছে এবং আমাদের পছন্দ হয়েছে তীক্ষ্ণভাবে রেকড টেইল সেকশনটি। দেখা গিয়েছে যে বাইকটি দ্বৈত-রঙের লাল এবং সাদা রঙের কম্বিনেশনে রয়েছে, যা দেখতে বেশ আকর্ষণীয়। সামগ্রিকভাবে, এক্সট্রিম ২৫০আর দেখতে ভালো এবং প্রোপোর্শনেট।

আরও পড়ুন: পালসার সিরিজে ২০০ সিসির রেসিং বাইক আনল বাজাজ

বডিওয়ার্কের নিচে একটি স্টিল ট্রেলিস ফ্রেম রয়েছে যা ৪৩ মিমি ইউএসডি ফর্ক এবং একটি প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক দ্বারা সাসপেন্ড করা। বাইকটি ১৭ ইঞ্চি চাকার উপর চলে, যার উপর রয়েছে চওড়া টায়ার। ব্রেকিং দায়িত্ব সামলায় সামনে এবং পেছনে ডিস্ক ব্রেক। বাইকটিতে সুইচেবল এ বি এস মোড রয়েছে।

বাইকটি চালিত হচ্ছে একটি নতুন ২৫০ সিসি, লিকুইড-কুলড, ডিওএইচসি, ৪-ভালভ, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা যা ৩০ বিএইচপি উৎপন্ন করে ৯,২৫০ আরপিএম-এ এবং ২৫ এনএম টর্ক ৭,২৫০ আরপিএম-এ। ইঞ্জিনটি একটি ছয়-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। হিরো দাবি করেছে যে এই ইঞ্জিন বাইকটিকে ০-৬০ কিমি/ঘণ্টায় নিয়ে যেতে পারে মাত্র ৩.২৫ সেকেন্ডে। ফিচারের ক্ষেত্রে, বাইকটিতে রয়েছে এলইডি লাইট, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি ল্যাপ টাইমার।

ভারতে হিরো এক্সট্রিম ২৫০ আর মডেলের অনুমাানিক দাম ২ লাখ রুপি থেকে সোয়া দুই লাখ রুপির মধ্যে হতে পারে।

এজেড