অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে বাজারে এলো ২০০ সিসির পালসার মোটরসাইকেল। যার মডেল বাজাজ পালসার আরএস২০০। নতুন এই বাইকের ফিচার ও দাম জানুন।
বাজাজ পালসার আরএস ২০০ লঞ্চের প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল। অবশেষে তা বাস্তবায়িত হল। ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে পা রাখল বাইকটি। নতুন সংস্করণের দাম ১.৮৪ লাখ রুপি। বেশ কিছুদিনের বিরতির পর এটি পুনরায় বাজারে আনা হল। ফুল-ফেয়ার্ডসহ নতুন মডেলটি আধুনিক রঙ এবং গ্রাফিক্স পেয়েছে। এবং আরও উন্নত ফিচার নিয়ে এসেছে। সবমিলিয়ে বাইকটিকে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
নতুন বাজাজ পালসার আরএস২০০ মডেলে আগের মডেলের মতোই টুইন প্রোজেক্টর লেন্স এবং এলইডি ডিআরএল দেওয়া হয়েছে। ফেয়ারিং ডিজাইনে কোনো বড় পরিবর্তন না থাকলেও নতুন গ্রাফিক্স বাইকটিকে নয়া লুক প্রদান করেছে। এছাড়া, সি-আকৃতির স্প্লিট সেটআপ সহ রিস্টাইলড এলইডি টেইললাইট এবং টেল টাইডি যোগ করা হয়েছে। পিছনের টায়ারকে আরও উন্নত করতে এতে চওড়া ১৪০/৭০ আর১৭ টায়ার ব্যবহৃত হয়েছে, যেখানে সামনের টায়ারটি ১১০/৭০ আর১৭।
আরও পড়ুন: হোন্ডা ২০০ সিসির অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আনল
পালসার আরএস২০০ মডেলে আধুনিক এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে, যা ব্লুটুথ কানেক্টিভিটির সঙ্গে এসেছে। বাইকটিতে ডুয়েল-চ্যানেল এবিএস এবং তিনটি রাইড মোড বর্তমান – রোড, রেইন এবং অফ-রোড। এই ফিচারগুলো পালসার আরএস২০০-কে আরও বেশি বহুমুখী প্রতিভাসম্পন্ন এবং উপযোগী করে তুলেছে।
বিজ্ঞাপন
নতুন পালসার আরএস২০০-এর দাম আগের মডেলের তুলনায় ভারতে ১০ হাজার রুপি বেশি। তবে বাইকটিতে এখনও ইউএসডি ফ্রন্ট ফর্কের অভাব রয়েছে এবং আগের মতো টেলিস্কোপিক ফর্ক ব্যবহার করা হয়েছে। পিছনে গ্যাস-চার্জড মনোশক সাসপেনশন রয়েছে। ব্রেকিং সিস্টেম আগের মতোই ৩০০ মিমি ফ্রন্ট এবং ২৩০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক ব্যবহার করেছে।
এজেড