images

অটোমোবাইল

এলএমএল এই প্রথম বৈদ্যুতিক স্কুটার আনছে, ডিজাইন নজরকাড়া

অটোমোবাইল ডেস্ক

০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫০ এএম

images

বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান এলএমএল নতুন এই প্রথম ইলেকট্রিক স্কুটার আনছে। যার মডেল এলএমএল স্টার। ইতিমধ্যে বৈদ্যুতিক স্কুটারটির একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। কোম্পানিটি অফিসিয়ালি জানিয়েছি এই ব্যাটারিচালিত স্কুটারে কী কী থাকবে। 

২০২৩ সালে ভারতের গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত অটো এক্সপোতে  এলএমএল স্টার প্রদর্শন করা হয়েছিল। স্কুটারটি  গত বছরই বাজারে আসার কথা ছিল। অবশেষে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। 

E

সংস্থার পরিকল্পিত এদেশে তিনটি ইলেকট্রিক স্কুটার লঞ্চের তালিকায় এটিই প্রথম মডেল। এই ইলেকট্রিক স্কুটারের ডিজাইন করেছেন  ডুকাতি, ফেরারি, ইয়ামাহা এবং কাওয়াসাকির মতো বিশ্বখ্যাত টু-হুইলার কোম্পানির ডিজাইনাররা।

এলএমএল তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে মডেলটি এই বছরই বাজারে আসবে বলে নিশ্চিত করেছে সংস্থা। 

আরও পড়ুন: বেশি রেঞ্জের ইলেকট্রিক স্কুটার এলো

এলএমএল ঘোষণা করেছে যে স্টার নামের ই-স্কুটারটি  ভারতের সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলস সার্টিফিকেট অর্জন করেছে। এই সার্টিফিকেটটি নিশ্চিত করে যে মডেলটি সরকারের নির্ধারিত মানদণ্ড এবং নিরাপত্তা বিধি মেনে তৈরি করা হয়েছে। এটি বাজারে লঞ্চের আগে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এলএমএল-এর এমডি এবং সিইও যোগেশ ভাটিয়া বলেন, ‘এলএমএল স্টারের জন্য সার্টিফিকেট পাওয়া আমাদের প্রযুক্তি ও নিরাপত্তার ক্ষেত্রে উচ্চ মান বজায় রাখার প্রমাণ। উন্নত বৈশিষ্ট্য, প্রিমিয়াম ডিজাইন এবং দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে, স্টার ভারতে ইলেকট্রিক মোবিলিটিতে নতুন সংজ্ঞা আনবে।’

LML

লঞ্চের আগে স্টারের কিছু প্রধান স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। সংস্থার দাবি অনুযায়ী, একবার পূর্ণ চার্জে স্টার বৈদ্যুতিক স্কুটার ২০৩ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম, যা ভারতের ইলেকট্রিক স্কুটারের মধ্যে সবচেয়ে বেশি। যদিও ব্যাটারির আকার সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে ইলেকট্রিক মোটরটি ৭.৮ বিএইচপি সর্বাধিক শক্তি উৎপাদন করতে পারবে এবং ৯০ কিমি/ঘণ্টা সর্বাধিক গতিবেগ প্রদান করবে।

এলএমএল স্টার ডিজাইনের দিক থেকে ফিউচারিস্টিক এবং আধুনিক। ডিজাইন পেটেন্ট থেকে জানা গিয়েছে, স্কুটারটিতে ডুয়েল-টোন কালার স্কিম (কালো ও সাদা) থাকবে। এলইডি ডিআরএল এবং প্রোজেক্টর হেডলাইটের সঙ্গে লাল অ্যাকসেন্ট দেওয়া হয়েছে। যা স্কুটারটিকে অনন্য লুক দেয়। এটি একটি মিড-ম্যাক্সি স্কুটারের মতো ডিজাইন করা হয়েছে। যার চাকার আকার ১৪ ইঞ্চি। স্কুটারটিতে ডিজিটাল ডিসপ্লে এবং ওয়্যারলেস চার্জার থাকবে। নিরাপত্তার জন্য থাকবে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, হিল হোল্ড অ্যাসিস্ট, রিভার্স মোড এবং এবিএস-এর মতো অত্যাধুনিক ফিচার।

এজেড