images

অটোমোবাইল

বাজাজের ২৫০ সিসির পালসার কোথায় হারালো?

অটোমোবাইল ডেস্ক

০৫ জানুয়ারি ২০২৫, ০৯:২২ এএম

images

বাজাজের এসময়ের জনপ্রিয় মোটরসাইকেল পালসার এফ২৫০ মডেল। প্রতিষ্ঠানটি তাদের এই সেমি-ফেয়ার্ড মোটরসাইকেলের বিক্রি বন্ধ করার ঘোষণা করল। সংস্থাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাইকটির নাম সহ যাবতীয় তথ্য সরিয়ে দিয়েছে। ডিলারদের কাছে নতুন ইউনিট পাঠানো বন্ধ করা হয়েছে।

f250_main

২০২১ সালের শেষের দিকে পালসার এন২৫০-এর সঙ্গে একসঙ্গে লঞ্চ হয়েছিল বাজাজ পালসার এফ২৫০। কিন্তু এন২৫০ একটি ক্রেতামহলে সাড়া জাগালেও F250 ক্রেতাদের মনে দাগ কাটতে পারেনি। বিক্রির ক্ষেত্রে তাই পিছিয়ে পড়েছে। সংস্থা আশা করেছিল যে, এফ২৫০ লঞ্চের মাধ্যমে পালসার ২২০এফ-এর বিক্রি কমবে এবং গ্রাহকরা আরও আধুনিক ও প্রিমিয়াম এফ২৫০ বেছে নেবেন। কিন্তু বাস্তবে তা হয়নি, পালসার ২২০এফ এখনও ২৫০ সিসি বাইকটির চেয়ে বেশি বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: ২০০ সিসির পালসার আনছে বাজাজ

একসময় ভারতীয় গ্রাহকদের মধ্যে ফেয়ার্ড এবং সেমি-ফেয়ার্ড বাইকের প্রতি আগ্রহ ছিল। তবে গত তিন বছরে ক্রেতাদের রুচিতে পরিবর্তন এসেছে এবং তারা এখন আরও সহজ ও নেকেড ডিজাইনের বাইক বেশি পছন্দ করছেন। বাজাজের কয়েকজন ডিলারের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাও এই পরিবর্তন লক্ষ্য করেছেন।

f250

২০২৫ সালে বাজাজ পালসার এফ২৫০ আর বিক্রি হবে না। তবে বাজাজ বহুবার তাদের বন্ধ মডেল আবার ফিরিয়ে এনেছে। তাই ভবিষ্যতে পালসার এফ২৫০ আবারও বাজারে ফিরতে পারে বলে আশা করা যায়।

এজেড