বাজাজের পালসার ভক্তদের জন্য সুখবর। সপ্তাহ খানেকের মধ্যেই বাজারে আসছে ২০০ সিসির পালসার। এটি মূলত বাজাজ পালসার আরএস ২০০ এর ২০২৫ এডিশন। একাধিক টিজারে পালসার আরএস ২০০-এর আপডেট ভার্সন বাজারে আসার প্রসঙ্গে স্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া গিয়েছে। সম্প্রতি সংস্থা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নতুন টিজার শেয়ার করেছে এবং আশা করা হচ্ছে যে আগামী সপ্তাহের প্রথম দিকে বাজাজের পক্ষ থেকে এই সম্পর্কে অফিসিয়াল ঘোষণা আসবে।
নতুন বাজাজ পালসার আরএস ২০০ আগের মতই একই ডিজাইন ও হার্ডওয়্যারসহ আসবে বলে আশা করা হচ্ছে। ফলে, ডুয়েল প্রোজেক্টর হেডল্যাম্প, শার্প অ্যাঙ্গুলার ফেয়ারিং এবং আগ্রাসী ডিজাইন বজায় থাকবে। তবে, ২০২৫ সালের পালসার আরএস ২০০-এ বাজাজ নতুন কিছু রঙ যোগ করতে পারে, যা বাইকটির লুক আরও আকর্ষণীয় করবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রয়েল এনফিল্ড মোটরসাইকেল আসছে ৭৫০ সিসির ইঞ্জিনে
এছাড়াও, নতুন পালসার আরএস ২০০-এ সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল যুক্ত হতে পারে, যা এনএস২০০ মডেলে দেখা যায়। এই ডিজিটাল ডিসপ্লেতে স্পিডোমিটার, রেভ কাউন্টার, ওডোমিটার এবং ফুয়েল লেভেল রিডআউটের মতো প্রয়োজনীয় সমস্ত তথ্য থাকবে। এর পাশাপাশি, স্মার্টফোন কানেক্টিভিটি সুবিধাও দেওয়া হতে পারে, যার মাধ্যমে কল ও এসএমএস নোটিফিকেশন স্ক্রিনে প্রদর্শিত হবে।
পালসার আরএস ২০০ মডেলে আগের মতই ১৯৯ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত হবে। যা ২৪.১৩ বিএইচপি এবং ১৮.৭৪ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। ইঞ্জিনটি একটি ছয়-গতির গিয়ারবক্সের সঙ্গে যুক্ত থাকবে। সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশনও আগের মডেলের মতো রাখা হবে। এছাড়া, ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেকের সঙ্গে এবিএস প্রযুক্তি দেওয়া হবে এবং ১৭ ইঞ্চির চাকা ব্যবহৃত হবে। যার সঙ্গে থাকবে রোড-বায়াসড টায়ার।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, এই নতুন আপডেটের ফলে বাজাজ পালসার আরএস ২০০-এর দাম বর্তমান মডেলের তুলনায় কিছুটা বেশি হতে পারে। বর্তমানে পালসার আরএস ২০০-এর দাম ভারতের দিল্লিতে এক্স-শোরুমে ১.৭৪ লাখ রুপি। নতুন ভার্সনের দামও এর কাছাকাছি হতে পারে বলে আশা করা হচ্ছে।
এজেড