অটোমোবাইল ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম
বাজাজের জনপ্রিয় মোটরসাইকেল প্লাটিনা। এই সিরিজে বিভিন্ন সিসির বাইক তৈরি করে কোম্পানি। প্লাটিনা ভক্তদের জন্য দুঃসংবাদ। প্লাটিনা ১১০ এবিএস মোটরসাইকেল আর বাজারে আসবে না। বিগত কয়েক বছরে কম বিক্রির কারণে বাজাজ অটো এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্লাটিনা ১১০ এবিএস-এর যাবতীয় তথ্য সরিয়ে ফেলা হয়েছে।
বাজাজ প্লাটিনা ১১০ এবিএস ছিল ১২৫ সিসির নিচে একমাত্র মোটরসাইকেল, যা সিঙ্গেল-চ্যানেল এবিএসসহ বাজারে উপলব্ধ ছিল। তবে, এটি প্লাটিনা সিরিজের সবচেয়ে দামি মডেল ছিল। যে কারণে বিক্রির হার খুবই কম ছিল। তাই বাজাজ মডেলটির উৎপাদন বন্ধের পথে হেঁটেছে।
তবে, এবিএস ভার্সন বন্ধ হলেও, প্লাটিনা ১১০-এর ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টটি বাজারে বিদ্যমান থাকবে। প্লাটিনা ১১০ একটি ১১৫ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত, যা ৭০০০ আরপিএম গতিতে ৮.৪৪ বিএইচপি শক্তি এবং ৫০০০ আরপিএম গতিতে ৯.৮১ এনএম পিক টর্ক উৎপন্ন করে। বাইকটি পাঁচ-গতির গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।
আরও পড়ুন: ২০০ সিসির পালসার আনছে বাজাজ
এদিকে বাজাজ প্লাটিনা ১১০ এবিএস মডেল বন্ধ হওয়া মানে সংস্থা এখন শুধুমাত্র ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টের ওপরই নির্ভর করবে, যা সাশ্রয়ী দামের কারণে বাজারে বেশ জনপ্রিয়।
এজেড