images

অটোমোবাইল

রয়েল এনফিল্ড মোটরসাইকেল আসছে ৭৫০ সিসির ইঞ্জিনে

অটোমোবাইল ডেস্ক

০১ জানুয়ারি ২০২৫, ০৪:১৪ পিএম

বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড ৭৫০ সিসির বাইক আনছে। যার মডেল রয়েল এনফিল্ড ৭৫০ হিমালয়ান। এই মোটরবাইক নিয়ে দীর্ঘদিন করে জল্পনা-কল্পনা চলছিল। বেশ কয়েকবার বাইকটির টেস্টিং চালাতেও দেখা গিয়েছে সড়কে। এবারে বাইকটির এখনও পর্যন্ত সর্বাধিক স্পষ্ট ছবি ইন্টারনেটে প্রকাশ পেয়েছে। যা দেখে মনে করা হচ্ছে মডেলটি উৎপাদনের জন্য প্রস্তুত। যদিও ৭৫০ সিসি হিমালয়ানের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের জন্য এখন বছর দুয়েক অপেক্ষা করতে হতে পারে।

re

রয়েল এনফিল্ড তাদের এই মোটরসাইকেলটিকে অভ্যন্তরীণভাবে প্রজেক্ট আর২৫ নামে ডেকে থাকে। এর আগের স্পাই শটগুলো যেখানে ভারতে ধরা পড়েছিল, এবারের ছবি এসেছে দক্ষিণ ইউরোপ থেকে। ছবিগুলোতে বেশ কিছু আকর্ষণীয় ফিচার স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যার মধ্যে রয়েছে ১৯-১৭ ইঞ্চির স্পোক হুইল সেটআপ। সামনের অংশে অ্যাডজাস্টেবল আপসাইড-ডাউন (ইউএসডি) ফর্ক এবং সম্ভবত পেছনে অ্যাডজাস্টেবল মনোশক রয়েছে। তবে প্রোডাকশন মডেলে এই সাসপেনশন অ্যাডজাস্টমেন্ট থাকবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। সামনের ব্রেকিং সিস্টেমে রয়েছে ডুয়েল ডিস্ক ব্রেক, যা রয়্যাল এনফিল্ডের জন্য এই প্রথম। এটি আগের টেস্ট মডেলে দেখা নেক্সট জেনারেশন ব্রেকিং সিস্টেমের সঙ্গেও সাদৃশ্যপূর্ণ।

re3

ইঞ্জিনের বিষয়ে সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, এটি সম্ভবত ৭৫০ সিসি টুইন-সিলিন্ডার ইউনিট হবে। এটি সংস্থার বিদ্যমান ৬৫০ সিসি টুইন ইঞ্জিনের বড় সংস্করণ এবং ডিসপ্লেসমেন্ট বৃদ্ধির ফলে আনুমানিক ৫-৭ বিএইচপি শক্তি বৃদ্ধি পেতে পারে। বর্তমানে ইন্টারসেপ্টার এবং বিয়ার ৬৫০ মডেলে এই ইঞ্জিন ৪৭ বিএইচপি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন করে, যা নতুন মডেলে ৫৬.৫ এনএম পর্যন্ত বাড়তে পারে।

আরও পড়ুন: নেকেড স্পোর্টস বাইক কিনবেন?

রয়েল এনফিল্ড হিমালয়ান ৭৫০-এর ডিজাইনের ক্ষেত্রে হিমালয়ানের স্বাক্ষরধারী সিলুয়েটটি বজায় রাখা হয়েছে, তবে এটি আগের মডেলগুলোর তুলনায় আরও স্পোর্টস ট্যুরার ধরনের মনে হচ্ছে। ফুয়েল ট্যাঙ্ক এবং হেডল্যাম্পের সঙ্গে সংযুক্ত ছোট ফেয়ারিংগুলো জেরিক্যান হোল্ডারগুলোকে প্রতিস্থাপন করেছে। উঁচু উইন্ডস্ক্রিন এবং বড় ব্যাশ প্লেটের কারণে এটি ট্যুরিং এবং অফ-রোডিংয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত মনে হচ্ছে। ফিচারের ক্ষেত্রে এটি বিদ্যমান হিমালয়ান ৪৫০-এর তুলনায় আরও উন্নত হতে পারে, কারণ ছবিতে একটি বড় টিএফটি স্ক্রিন এবং সম্পূর্ণ এলইডি লাইটিং স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

re-inner

রয়েল এনফিল্ড হিমালয়ান ৭৫০-এর প্রোডাকশন মডেলটি ২০২৬ সালে বাজারে আসতে পারে এবং এটি হিমালয়ান পরিবারের অন্যান্য সমস্ত মোটরসাইকেলের শীর্ষে অবস্থান করবে। মোটরসাইকেলটি ট্যুরিং, অ্যাডভেঞ্চার এবং দীর্ঘ ভ্রমণের জন্য আদর্শ বলে মনে করা হচ্ছে, যা বাজারে রয়েল এনফিল্ডের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

এজেড