শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

টিভিএস অ্যাপাচি আরটিআর ৩১০

নেকেড স্পোর্টস বাইক কিনবেন?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ০১:২০ পিএম

শেয়ার করুন:

tvs sports

টিভিএসের জনপ্রিয় মোটরসাইকেল অ্যাপাচি আরটিআর ৩১০। এটি একটি নেকেড স্পোর্টস বাইক। যা তরুণদের কাছে আলোচিত। জানুন এই মোটরসাইকে সম্পর্কে। 
 
টিভিএস অ্যাপাচি আরটিআর ৩১০ কোম্পানির সবচেয়ে দামি নেকেড স্ট্রিট বাইক, যা বিএমডব্লিউর সহযোগিতায় তৈরি একটি প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে নির্মিত। এই বাইকটি তিনটি ভ্যারিয়েন্ট এবং দুইটি রঙের বিকল্পে পাওয়া যায়। এর দাম শুরু হয় আড়াই লাখ রুপি থেকে। এটি বাইকটির আরসেনাল ব্ল্যাক ভ্যারিয়েন্ট।

tvs


বিজ্ঞাপন


অ্যাপাচি আরটিআর ৩১০ একটি স্টিল ট্রেলিস ফ্রেমের উপর নির্মিত এবং এতে অ্যালুমিনিয়াম সাবফ্রেম ব্যবহার করা হয়েছে। সামনের দিকে ইউএসডি ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: হিরো ফ্ল্যাগশিপ মোটরসাইকেল আনছে

বাইকটিতে রয়েছে ৩১২ সিসির লিকুইড-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত। যা ৯৭০০ আরপিএম-এ ৩৫ বিএইচপি এবং ৬৬৫০ আরপিএম-এ ২৮.৭ এনএম টর্ক উৎপন্ন করে।

tvs-pic


বিজ্ঞাপন


টিভিএস অ্যাপাচি আরটিআর ৩১০ বাইকে ১৭ ইঞ্চির ডুয়েল কম্পাউন্ড অ্যালয় হুইল এবং উভয় চাকায় ডিস্ক ব্রেক রয়েছে, যা ডুয়েল-চ্যানেল এবিএস দ্বারা সুরক্ষিত।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর