images

অটোমোবাইল

সবচেয়ে কম দামের ইলেট্রিক স্কুটার আনছে বাজাজ

অটোমোবাইল ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ এএম

সবচেয়ে কম দামের ইলেকট্রিক স্কুটার আনছে বাজাজ। সম্প্রতি ভারতীয় এই কোম্পানি তাদের চেতক ইলেকট্রিক স্কুটারের এন্ট্রি লেভেলের সংস্করণ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। ২০ ডিসেম্বর মডেলটি বাজারে লঞ্চ করবে।

এর আগে নয়া মডেলটির পরীক্ষা চালানোর সময় দেখা গিয়েছে। যা সম্ভবত চেতকের একটি সাশ্রয়ী সংস্করণ হতে চলেছে।

আরও পড়ুন: এই অফ-রোডার বাইক চলবে ব্যাটারিতে

পরীক্ষামূলক মডেলটির আপাদমস্তক ক্যামোফ্লেজ দ্বারা মোড়ানো ছিল। এই সস্তার চেতকে রেট্রো ডিজাইন স্পষ্টত ফুটিয়ে তোলা হয়েছে। বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া হয়েছে রাউন্ড এলইডি হেডলাইট, মসৃণ বডি প্যানেল, এবং গোলাকার পিছনের প্রোফাইল। যা আগের মডেলের মতোই বলে মনে করা হচ্ছে। তবে সাশ্রয়ী সংস্করণটির ফিচার্স ও হার্ডওয়্যারে কিছু পরিবর্তন নজরে পড়তে পারে।

chetak

নতুন চেতকে স্টিলের চাকা এবং উভয় প্রান্তে ড্রাম ব্রেক ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, লকযোগ্য গ্লাভ বক্সটি বাদ যাবে, যা প্রিমিয়াম মডেলে উপস্থিত রয়েছে। চাবিহীন ইগনিশন সিস্টেমের পরিবর্তে এখানে একটি ফিজিক্যাল ইগনিশন কী স্লট দেখা গিয়েছে। এছাড়া, কনসোলটি সম্ভবত টিএফটি নয় বরং মনোক্রোম এলসিডি ডিসপ্লে হতে পারে।

পারফরম্যান্স এবং রেঞ্জ

নতুন চেতকের মোটর আউটপুট এবং ব্যাটারির রেঞ্জ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। তবে অনুমান করা হচ্ছে, এটি প্রায় ৭০ কিমি/ঘণ্টা সর্বোচ্চ গতিবেগ এবং ১০০ কিমি বা তার কম রেঞ্জ সরবরাহ করতে পারে।

bajaj

নতুন চেতকের এই সাশ্রয়ী মডেলটি বাজারে ওলা এস১, টিভিএস আইকিউব এবং অন্যান্য ইলেকট্রিক স্কুটারের সাশ্রয়ী মডেলের সঙ্গে প্রতিযোগিতা করবে। 

প্রিমিয়াম চেতকের তুলনায় এর মূল্য বেশ প্রতিযোগিতামূলক হতে পারে। নতুন বাজাজ চেতকের আনুষ্ঠানিক উদ্বোধন মাত্র কয়েক দিনের অপেক্ষা। শীঘ্রই এর পারফরম্যান্স এবং অন্যান্য বিস্তারিত জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।

এজেড