অটোমোবাইল ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪, ১১:০৬ এএম
সাশ্রয়ী দামে তাক লাগানো ফিচার নিয়ে আন্তর্জাতিক বাজারে এলো নতুন ইলেকট্রিক স্কুটার। এই স্কুটার এনেছে ভারতীয় কোম্পানি কোমাকি। নতুন বৈদ্যুতিক বাহনের মডেল কোমাকি এমজি প্রো লিথিয়াম সিরিজ। দেশটির বাজারে এই সিরিজের দাম শুরু ৬০ হাজার রুপি থেকে।
উল্লেখ করার মতো এই স্কুটারে ফিচার হিসেবে রয়েছে লং মাইলেজ। একবার ফুল চার্জ করলে কমছে কম ১৫০ কিলোমিটার পথ চলবে এই স্কুটার।
সাধারণ মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন প্রয়োজন পূরণের জন্য ডিজাইন করা হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারে উন্নত লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: দৈনন্দিন যাতায়াতের জন্য উপযুক্ত এই ইলেকট্রিক সাইকেল
এমজি প্রো লিথিয়াম সিরিজ তিনটি ভ্যারিয়েন্ট উপলব্ধ। এমজি প্রো লিথিয়াম মডেলে ১.৭৫ কিলোওয়াট ব্যাটারি রয়েছে, যা ৭৫ কিমি রেঞ্জ প্রদান করে। এমজি প্রো ভি মডেলে ২.২ কিলোওয়াট ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১০০ কিমি রেঞ্জ দেয়। অন্যদিকে এমজি প্রো প্লাস মডেলটি ২.৭ কিলোওয়াট ব্যাটারির সাহায্যে ১৫০ কিমি রেঞ্জ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেযবে চার থেকে পাঁচ ঘণ্টা।
এই ই-স্কুটারের ব্যাটারিতে ফেরো-ফসফেট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ৩০টির বেশি সেন্সরের মাধ্যমে বিভিন্ন সমস্যা আগে থেকেই শনাক্ত করতে পারে। এছাড়া, এতে রয়েছে অটো-রিপেয়ার ফিচার। ফলে ছোটখাটো সমস্যা স্বয়ংক্রিয়ভাবে মেরামত করতে সক্ষম।
কোমাকি এমজি প্রো লিথিয়াম সিরিজটি অত্যাধুনিক ফিচারে পরিপূর্ণ। এতে রয়েছে ওয়্যারলেস কন্ট্রোলার, অ্যাডভান্স রিজেন, পার্কিং অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল এবং রিভার্স অ্যাসিস্টের মতো সুবিধা। মোটরটি একটি বিএলডিসি হাব-মাউন্টেড ইউনিট।
স্কুটারে ডিজিটাল ম্যাট্রিক্স ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, যা ওয়্যারলেস আপডেট করার সুযোগ দেয়। এর অতিরিক্ত ফিচারগুলোর মধ্যে রয়েছে লক বাই রিমোট ফাংশন, ফ্রন্ট ডিস্ক ব্রেক, টেলিস্কোপিক শকার, অ্যান্টি-থেফট লক, সেল্ফ-ডায়াগনোসিস এবং মোবাইল চার্জিং স্লট।
এজেড