শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

দৈনন্দিন যাতায়াতের জন্য উপযুক্ত এই ইলেকট্রিক সাইকেল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ১০:২২ এএম

শেয়ার করুন:

electric cycle

যারা কম খরচে নিত্যদিন স্বল্প দূরত্বে ভ্রমণ করতে চান তাদের জন্য নতুন ইলেকট্রিক সাইকেল আনল ইমোটোরাড। এই ভারতীয় কোম্পানির নতুন ই-সাইকেলের মডেল ইমোটোরাড এসটি-এক্স। স্টাইলের সঙ্গে আরামের কথা মাথায় রেখে এই ব্যাটারিচালিত সাইকেল ডিজাইন করা হয়েছে। 

আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে ছোট ইলেকট্রিক স্কুটার আনল হোন্ডা


বিজ্ঞাপন


ইমোটোরাড (EMotorad) তাদের নতুন ই-বাইক এসটি-এক্স বাজারে নিয়ে এসেছে, যা দৈনন্দিন যাতায়াত, সাপ্তাহিক রাইড এবং ফিটনেস রুটিনের জন্য উপযুক্ত। বাইকটির ডিজাইনে শীর্ষ টিউব অনুপস্থিত থাকায় এটি অপেক্ষাকৃত খাটো উচ্চতার মানুষের জন্যও আরামদায়ক। সাধারণত এই ধরনের ফ্রেম নারী রাইডারদের জন্য তৈরি করা হয়।  এসটি-এক্স মডেলটিতে উঁচু হ্যান্ডেলবার ফ্রেম, ইর্গোনমিক হ্যান্ডেলবার, অ্যাডজাস্টেবল স্যাডল এবং স্লিম ডিজাইন রয়েছে, যা রাইডিং অভিজ্ঞতাকে আরও সহজ করে তোলে।

min

এসটি-এক্স মডেলটিতে একটি ৩৬ ভোল্ট, ২৫০ ওয়াটের রিয়ার হাব-মাউন্টেড মোটর দেওয়া হয়েছে, যা ৩৬ ভোল্ট, ৭.৬৫ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারির সঙ্গে সংযুক্ত। এই ব্যাটারি ফ্রেম থেকে খুলে নিয়ে চার্জ করা বা বদলানো সম্ভব। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে ৪-৫ ঘণ্টা সময় নেয় এবং একবার চার্জে এটি পেডাল অ্যাসিস্ট মোডে ৩৫ কিলোমিটার এবং শুধুমাত্র বৈদ্যুতিক মোডে ৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

e-cycle


বিজ্ঞাপন


এসটি-এক্স মডেলে একটি সি২ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা রাইডারকে গুরুত্বপূর্ণ তথ্য জানায়। এতে ৫ স্তরের পেডাল অ্যাসিস্ট এবং ১২ ম্যাগনেট সেন্সর রয়েছে। বাইকের সামনে একটি আলো রয়েছে, যা পথ আলোকিত করার পাশাপাশি একটি সংযুক্ত হর্ন সিস্টেম সরবরাহ করে। দুইটি রঙে পাওয়া যাবে এই পরিবেশবান্ধব সাইকেল।

ভারতে বৈদ্যুতিক সাইকেলটির দাম ৩০ হাজার রুপি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর