অটোমোবাইল ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম
মোটোভার্স ২০২৪ ইভেন্টে আরও এক নতুন বাইক হাজির করল রয়েল এনফিল্ড। রয়েল এনফিল্ডের এই অটোমোবাইল শো আয়োজন করা হয়েছে ভারতের গোয়াতে। সেখানেই কোম্পানিটি গেরিলা ৪৫০ মডেল নতুন রূপে হাজির করল।
গোয়াতে অনুষ্ঠিত মোটোভার্স ২০২৪-এ একের পর এক চমক হাজির করে চলেছে রয়েল এনফিল্ড। গোয়ান ক্ল্যাসিক ৩৫০ ববার বাইক লঞ্চের পর এবারে একটি বাইকের নতুন কালার অপশন সর্বসমক্ষে হাজির করল সংস্থা।
তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে রয়েল এনফিল্ড গেরিলা ৪৫০-এর নতুন রঙের বিকল্পটি ২০২৫-এর জানুয়ারি থেকে উপলন্ধ হবে। ব্রোঞ্জ কালারের সঙ্গে বিদ্যমান রঙের বিকল্পগুলোর বিক্রিও চালু থাকবে। এগুলো হল – ব্রেভ ব্লু, ইয়েলো রিবন, গোল্ড ডিপ, প্লায়া ব্ল্যাক এবং স্মোক।
মোটরসাইকেলটির বর্তমান বাজারমূল্য ভারতে ২.৩৯ লাখ রুপি থেকে ২.৫৪ লাখ রুপি।
এগিয়ে চলার শক্তি জোগাতে গেরিলা ৪৫০ মডেলে দেওয়া হয়েছে একটি ৪৫০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এর আউটপুট ৮,০০০ আরপিএম গতিতে ৩৯ বিএইচপি পাওয়ার এবং ৫,৫০০ আরপিএম গতিতে ৪০ এনএম টর্ক। ইঞ্জিনকে সঙ্গ দিতে রয়েছে ৬-স্পিড ট্রান্সমিশন এবং স্লিপ ও অ্য়াসিস্ট ক্লাচ।
আরও পড়ুন: ৭৯০ সিসির নতুন অ্যাডভেঞ্চার বাইক আনল কেটিএম
এই বাইকে ১৪০ মিমি ট্রাভেলসহ একটি ৪৩ মিমি আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক ও ১৫০ মিমি ট্রাভেল সহ লিঙ্কেজ টাইপ মনোশক রয়েছে। এতেও ডুয়েল চ্যানেল এবিএসসহ ৩১০ মিমি ফ্রন্ট ও ২৭০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক অফার করা হয়।
যদিও এই বাইকের টায়ার হচ্ছে অফরোড এবং এতে রয়েছে স্পোক হুইল। ফলে যে কোন ধরনের রাস্তায় চলতে সক্ষম হবে এটি। ফিচার হিসাবে রয়েছে ট্রিপার ড্য়াশ, একটি ফুল ডিজিটাল ডিসপ্লে, যেখানে গুগল ম্য়াপ, ওয়াইফাই কানেক্টিভিটি, এলইডি লাইটিং।
এজেড