শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

৭৯০ সিসির নতুন অ্যাডভেঞ্চার বাইক আনল কেটিএম

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

ktm new bike 2025

বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান কেটিএম ৭৯০ সিসির নতুন শক্তিশালী বাইক বাজারে হাজির করল। যার মডেল কেটিএম ৭৯০ অ্যাডভেঞ্চার। এটা মূলত ২০২৫ এডিশনের বাইক। আপডেট হিসাবে দেওয়া হয়েছে নতুন ইঞ্জিন, বডিওয়ার্ক এবং সাসপেনশন।

ktm


বিজ্ঞাপন


ডিজাইনের দিক থেকে কেটিএম ৭৯০ অ্যাডভেঞ্চার আসলে একটি একটি ব়্যালি বাইক। এটি কোম্পানির ৪৫০ র‌্যালি বাইকের অনুকরণে তৈরি করা হয়েছে। সদ্য উন্মোচিত অ্যাডভেঞ্চার মডেলটি দুটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে – অরেঞ্জ এবং হোয়াইট।

ktm-bpic

সবচেয়ে বড় পরবর্তন বলতে এর সাসপেনশন। এই বাইকে ৮৯ অ্যাডভেঞ্চার মডেল কে সাসপেনশন নেওয়া হয়েছে। ফলে অফ-রোডিং সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। এখন বাইকটি ডব্লিউ পি অ্যাপেক্স ওপেন কার্টিজ ফ্রন্ট ফর্ক, ফুল অ্যাডজাস্টেবল প্রিলোড, কমপ্রেশন এবং রিবাউন্ড পেয়েছে।

আরও পড়ুন: রয়েল এনফিল্ড ৪৪০ সিসির নতুন মোটরসাইকেল আনল


বিজ্ঞাপন


শক্তির উৎস হিসেবে কিটিএমের নয়া বাইকে রয়ে একটি ৭৯০ সিসি, প্যারালাল টুইন ইঞ্জিন। এতে উপস্থিত ইন্টিগ্রেটেড নক সেন্সর। এতে কম জ্বালানি পোড়াবে বাইকটি। তাও আবার পারফরম্যান্সে কোন প্রভাব না ফেলেই। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর