অটোমোবাইল ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪, ১০:১৫ এএম
পৃথিবীর সবচেয়ে ছোট আকারের স্কুটার আনল জাপানি হোন্ডা। যা পোর্টেবল। অর্থাৎ সহজে বহনযোগ্য। খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নেওয়া যাবে।
আরও পড়ুন: যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারাও চালাতে পারবেন এই ই-স্কুটার
নতুন এই পোর্টেবল ইলেকট্রিক স্কুটারের মডেল হোন্ডা মোটোকমপ্যাক্টো। একটি চার্জ দিলেই ছুটবে ২০ কিমি। সেই সঙ্গে স্কুটারটির সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা। এটা চালাতে কোনো ড্রাইভিং লাইসেন্স লাগবে না।
সম্পূর্ণ চার্জ করতে সময় লাগবে সাড়ে ৩ ঘণ্টা। মাত্র ৭ সেকেন্ডে গতি ০ কিমি থেকে ২৫ কিমি উঠতে পারে। গাড়িটি লম্বায় মাত্র আড়াই ফুট। ফোল্ড করে নিলে খুব সহজেই যেখানে সেখানে নিয়ে যাওয়া যেতে পারে।
অনেকে ভাবছেন এত ছোট গাড়ি বলে হয়তো হালকা স্কুটার হবে, কিন্তু বাস্তবে সেটা নয়। গাড়িটি বেশ মজবুত। মেটাল বডি-সহ সর্বোচ্চ ১২০ কেজি ওজন নিতে পারবে।
এতে স্পিডোমিটার এবং ব্রেকও রয়েছে। বৈদ্যুতিক স্কুটারটির দাম ৭০ হাজার টাকার মধ্যেই। হোন্ডার শোরুম থেকে এই স্কুটার কেনা যাবে। তবে বাংলাদেশে এখনো আসেনি। সম্প্রতি ভারতের বাজারে এসেছে হোন্ডার এই ব্যাটারিচালিত স্কুটার।
এজেড