অটোমোবাইল ডেস্ক
০৭ নভেম্বর ২০২৪, ১২:৫০ পিএম
নতুন প্রজন্মের অ্যাডভেঞ্চার বাইক আনল ভারতের হিরো। ইতালির মিলানে অনুষ্ঠিত ইআইসিএমএ ২০২৪ মোটরসাইকেল প্রদর্শনীতে এই বাইক উন্মোচন করা হয়। যার মডেল হিরো এক্সপালস ২১০।
আগের হিরো এক্সপালস ২০০ ভার্সন ফোরের তুলনায় নতুন মডেলটি অ্যাডভেঞ্চারের জন্য উন্নততর। অত্যাধুনিক বৈশিষ্ট্য ও শক্তিশালী ইঞ্জিনসহ বাজারে এসেছে এই বাইক। এতে নতুন ফ্রেম, বড় ইঞ্জিন, নয়া ডিজাইন ও আধুনিক ইলেকট্রনিক ফিচার যোগ করা হয়েছে।
ডাকার রেসিং বাইকের অনুপ্রেরণায় হিরো এক্সপালস ২১০ মডেলের ডিজাইন করা হয়েছে। হিরো মটোস্পোর্টস টিম র্যালির সদস্য এবং এফআইএম বিশ্বচ্যাম্পিয়ন রস ব্র্যাঞ্চের সহায়তায় এই নতুন মডেলটি উন্নত করে তৈরি করা হয়েছে। বাইকটির আকর্ষণীয় আপ-সোয়েপ্ট এগজস্ট ও এন্ডুরো-স্টাইল টেল সেকশন এটিকে আরও অ্যাডভেঞ্চারের উপযুক্ত করে তুলেছে।
আরও পড়ুন: ইলেকট্রিক বাইক প্রদর্শন করল রয়েল এনফিল্ড
নতুন হিরো এক্সপালস ২১০ মডেলের বাইকটিতে দেওয়া হয়েছে ২১০ সিসি, সিঙ্গল-সিলিন্ডার, ডিওএইচসি, লিকুইড-কুলড ইঞ্জিন। যা ২৪.৫ বিএইচপি শক্তি ও ২০.৪ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। আগের ১৯৯ সিসি এয়ার-কুলড ইঞ্জিনের তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী। বাইকটিতে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স ও স্লিপ-এন্ড-অ্যাসিস্ট ক্লাচ।
বাইকটির সামনের অংশে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। যার সঙ্গে সংযুক্ত ২১০ মিমি ট্রাভেল এবং পেছনে ২০৫ মিমি ট্রাভেলসহ মনোশক সাসপেনশন। এর সামনে ও পিছনে ডিস্ক ব্রেকসহ সুইচেবল এবিএস যুক্ত করা হয়েছে। তাই খারাপ রাস্তা ও অফ-রোড পরিস্থিতিতে নিরাপদ ব্রেকিং নিশ্চিত করবে। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২২০ মিমি এবং এতে দেওয়া হয়েছে অ্যাডজাস্টেবল হ্যান্ডেলবার।
আরও পড়ুন: ২৫০ সিসির মোটরসাইকেল আনল হিরো
নতুন মডেলের বাইকটির সামনে ২১ ইঞ্চির ও পেছনে ১৮ ইঞ্চির স্পোকড হুইলসহ ডুয়েল-পারপাস টায়ার দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ৪.২ ইঞ্চি টিফটি স্ক্রিন, যা ব্লুটুথ কানেক্টিভিটি প্রদান করবে। আবার কল ও এসএমএস অ্যালার্ট, টার্ন-বাই-টার্ন নেভিগেশনসহ আরও অনেক ফিচার রয়েছে। নতুন এই মডেলটি একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার বাইক হিসাবে ইতিমধ্যে নজর কেড়েছে এবং এতে অনেক উন্নত ফিচার যোগ হওয়ায় এর অফ-রোড ক্ষমতা ও হাইওয়ে পারফরম্যান্স আরও ভালো হবে বলে আশাবাদী সংস্থা।
এজেড