ইতালির মিলানে চলমান ইআইসিএমএ শো-তে হিরো উন্মোচন করেছে তাদের নতুন ও আরও শক্তিশালী হিরো কারিজমা এক্সএমআর ২৫০ মডেল। এই বাইকটি গত বছর বাজারে আসা কারিজমা এক্সএমআর ২১০-এর ওপর ভিত্তি করে নির্মিত। নতুন ২৫০ সিসির বাইকে ইঞ্জিন এবং আরও আগ্রাসী স্টাইলিংয়ের কারণে এটি আগের মডেলটির তুলনায় অনেক বেশি স্পোর্টি ও শক্তিশালী।
বিজ্ঞাপন
হিরো কারিজমা এক্সএমআর ২৫০ মডেলে বেশ কিছু শার্প লাইন ও আক্রমণাত্মক ফেয়ারিং রয়েছে। যা কারিজমা এক্সএমআর ২১০ মডেলের তুলনায় আরও উন্নত। বাইকটির সামনের অংশে হিরোর নতুন এলইডি ডিআরএল ডিজাইন সংযোজন করা হয়েছে। সামনের ফেয়ারিংয়ে উইংলেটও সংযুক্ত করা হয়েছে যা বাইকটিকে স্পোর্টি লুক দেয়। সাইড ফেয়ারিংয়ে এয়ার ভেন্ট রয়েছে, যা গরম বাতাস বাইকারের দিক থেকে দূরে সরিয়ে দেয় এবং তাপ বিকিরণ উন্নত করে।
আরও পড়ুন: হিরো ৪৪০ সিসির নতুন মোটরসাইকেল আনল
হিরো নতুন ২৫০ মডেলের বাইকে আছে ২৫০ সিসির সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড, ফোর-ভালভ ডিওএইচসি ইঞ্জিন। যা ২৯.৫ বিএইচপি ও ২৫ এনএম টর্ক প্রদান করে। এই ইঞ্জিনের সঙ্গে যুক্ত রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। বাইকটি ট্রেলিস ফ্রেমের উপর ভিত্তি করে নির্মিত, সামনের অংশে ইউএসডি ফর্ক এবং পেছনে মনোশক রয়েছে যা উন্নত সাসপেনশন ও কমফোর্ট প্রদান করবে। ব্রেকিংয়ের জন্য সামনের ও পেছনের উভয় চাকার জন্য ডিস্ক ব্রেক রয়েছে।
বিজ্ঞাপন
নতুন কারিজমা বাইকে থাকছে সুইচেবল ডুয়াল-চ্যানেল এবিএস, একটি টিএফটি ইনস্ট্রুমেন্ট কনসোল, উচ্চতা-নিয়মযোগ্য ক্লিপ-অন হ্যান্ডেলবার, ল্যাপ টাইমার এবং পারফর্মেন্স ট্র্যাক করার জন্য একটি ড্র্যাগ টাইমার। ১৭ ইঞ্চির অ্যালয় চাকার উপর চলবে এই বাইক।
এজেড