অটোমোবাইল ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪, ১০:৪৩ এএম
মোটরসাইকেলের বাজারে জনপ্রিয় ব্র্যান্ড রয়েল এনফিল্ড। এই কোম্পানির মোটরসাইকেলের জয়জয়কার বিশ্বজুড়ে। যার জন্মস্থান ইংল্যান্ড হলেও ভারত থেকে সুখ্যাতি ছড়িয়েছে।
আরও পড়ুন: রয়েল এনফিল্ড মোটরসাইকেল যেভাবে বিশ্ব জয় করল
শূন্য থেকে শুরু করে আজ জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে রয়েল এনফিল্ড। জানলে অবাক হবেন, এই সংস্থার কাছে প্রথম বড় অর্ডার আসে ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে। ১৯৫২ সালে রয়েল এনফিল্ডকে ৮০০টি ৩৫০ সিসি বুলেটের অর্ডার দিয়েছিল দেশটির আর্মি।
ওই অর্ডারের পর ধীরে ধীরে আরও ছড়িয়ে পড়ে সংস্থার রাফ অ্যান্ড টাফ মোটরসাইকেল। ১৯০১ সালে শুরু হয়েছিল এনফিল্ড কোম্পানির পথ চলা। প্রথম বাইক ডিজাইন করেছিলেন বব ওয়াকার স্মিথ এবং ফ্রেন্চম্যান জুলস গোবিয়েট। সাইকেলের মতো দেখতে ছিল এই বাইক। ব্রিটেনের রিডিচ শহরে বানানো হয়েছিল এই বাইক। তারপর থেকেই এই কোম্পানির নাম হয় এনফিল্ড সাইকেল কোম্পানি লিমিটেড অফ রিডিচ।
আরও পড়ুন: রয়েল এনফিল্ডের এই ৩ মডেল থেকে চোখ ফেরাতে পারে না মেয়েরা
১৯৫৫ সালে ভারতের মাদ্রাজ মোটরের সঙ্গে হাত মেলায় রিডিচ কোম্পানি। ভারতে প্রথম মাদ্রাজের তিরুভোত্তিউরে তৈরি হত রয়েল এনফিল্ড বাইক। যদিও এখন ভাতের একাধিক জায়গায় এই বাইক তৈরি ও অ্যাসেম্বেল করা হয়। বর্তমানে রয়্যাল এনফিল্ডের ১০০ শতাংশ স্বত্ব রয়েছে দক্ষিণ ভারতের এইচার মোটরসের কাছে।
ভারত ছাড়াও বর্তমানে ৫০টির বেশি দেশে দৌড়ায় রয়েল এনফিল্ড মোটরবাইক। এশিয়ার মধ্যে ভারতেই এই সংস্থার ব্যবসা সবচেয়ে বেশি। সম্প্রতি নেপাল এবং বাংলাদেশেও এই মোটরসাইকেলের যাত্রা শুরু হয়েছে।
এশিয়া ছাড়া ইউরোপ এবং লাতিন আমেরিকার দেশগুলোতে মুড়িমুড়কির মতো কেনা-বেচা হয় এই বাইকে। রেট্রো ড্যাপার লুকেই রয়েল এনফিল্ড মোটরসাইকেল চমক ফেলেছে সর্বত্র। পরিসংখ্যান বলছে, ২০২২ সালে বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার বাইক বিক্রি করেছে ভারতীয় রয়েল এনফিল্ড।
আরও পড়ুন: রয়েল এনফিল্ড কোন দেশি কোম্পানি?
লাতিন আমেরিকার মধ্যে ব্রাজিল , আর্জেন্টিনা এবং চিলিতে সবচেয়ে বেশি বিক্রি হয় এই বাইক। একমাত্র ভারতীয় সংস্থা হিসাবে ইউরোপীয় সংস্থাগুলোকে টক্কর দেয় রয়েল এনফিল্ড। ইতালি, জার্মানি, গ্রিস এবং পোল্যান্ডে ভারতের মতোই জনপ্রিয় রয়েল এনফিল্ডের বাইক।
ইন্ডিয়ান মোটরসাইকেল এবং হার্লে-ডেভিডশনের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় সংস্থাগুলোকেও টেক্কা দিচ্ছে রয়েল এনফিল্ড। বাইকপ্রেমীদের মুগ্ধ করতে নিজেদের বাইকের পোর্টফোলিও অনেক গুছিয়েছে সংস্থাটি।
৩৫০ সিসি থেকে, ৪০০ এবং ৬৫০ সিসি একাধিক রেঞ্জে ভিন্ন স্টাইলের মোটরবাইক বাজারে এনেছে রয়েল এনফিল্ড। এই মুহূর্তে ভারতে সংস্থার সবচেয়ে জনপ্রিয় বাইক রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ এবং রয়েল এনফিল্ড ক্যাসিক। প্রতি বছর এই বাইকগুলোর লাখ লাখ ইউনিট বিক্রি করে সংস্থা।
আরও পড়ুন: রয়েল এনফিল্ড দেশের বাজারে ৪ মডেলের মোটরসাইকেল আনল, জানুন দাম
বিগত দিনে ক্রেতাদের থেকেও ভালো সাড়া পেয়েছে রয়েল এনফিল্ড। আগামীদিনে আরও নতুন মোটরবাইক আনার কথা জানিয়েছে দক্ষিণ ভারতের সংস্থাটি। যেমন নতুন হান্টার, নতুন বুলেট, হিমালয়ান এবং একাধিক রোডস্টার মোটরবাইক।
এজেড