images

অটোমোবাইল

রয়েল এনফিল্ডের এই মডেল সবচেয়ে বেশি বিক্রি হয়

অটোমোবাইল ডেস্ক

২৫ অক্টোবর ২০২৪, ১০:১১ এএম

রয়েল এনফিল্ড। নাম শুনলেই একটি রাজকীয় বাহনের কথা মনে হয়। যা একই সঙ্গে নান্দনিক এবং প্রিমিয়াম মোটরসাইকেল। রয়েল এনফিল্ডের জন্ম ইংল্যান্ডে হলেও এর বিস্তার লাভ করেছে ভারতে। যা ওই দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের কোণায় কোণায় পৌঁছে গেছে। এমনকি সম্প্রতি বাংলাদেশের বাজারেও যাত্রা করেছে কোম্পানি। অনেকের মনেই প্রশ্ন এই কোম্পানির সবচেয়ে জনপ্রিয় মডেল কোনটি? কোন মডেলের বাইক সবচেয়ে বেশি বিক্রি হয়।

আরও পড়ুন: রয়েল এনফিল্ড দেশের বাজারে ৪ মডেলের মোটরসাইকেল আনল, জানুন দাম

classic

আরও পড়ুন: রয়েল এনফিল্ডের এই ৭ মডেল সবচেয়ে বেশি বিক্রি হয়

পরিসংখ্যান অনুযায়ী সেপ্টেম্বরে ভারতে রয়েল এনফিল্ডের মোট বিক্রির ৪৩ শতাংশ এসেছে ক্ল্যাসিক ৩৫০ মডেলের হাত ধরে। এমনটাই জানিয়েছে কোম্পানি।

classci2

আরও পড়ুন: মোটরসাইকেল তৈরির আগে ঘাস কাটার যন্ত্র বানাত রয়েল এনফিল্ড

ভারতের চলতি বছরের সেপ্টেম্বরে রয়েল এনফিল্ডের বিক্রি বেড়েছে ৬.৮২ শতাংশ। বিক্রি হয়েছে মোট ৭৯ হাজার ৩২৬ ইউনিট। গত বছরের সেপ্টেম্বরে ৭৪ হাজার ২৬১ ইউনিট বিক্রি হয়েছিল। এই বৃদ্ধির পেছনে রয়েছে রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ মডেল।

re

আরও পড়ুন: রয়েল এনফিল্ডের এই ৩ মডেল থেকে চোখ ফেরাতে পারে না মেয়েরা

আরও জানলে অবাক হবেন রয়েল এনফিল্ডের সবচেয়ে বেশি বিক্রি হওয়া চারটি মডেলই ৩৫০ সিসি সেগমেন্টের। মোট বিক্রির ৯০ শতাংশ এসেছে এখান থেকেই।

এজেড