images

অটোমোবাইল

ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচি ও ভাড়া

অটোমোবাইল ডেস্ক

০৩ অক্টোবর ২০২৪, ১১:৪৫ এএম

ঢাকা বাংলাদেশের রাজধানী। অন্যদিকে চট্টগ্রাম দেশের বাণিজ্য নগরী। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ২৪০ কিলোমিটার। অনেকেই এই পথটুকু ট্রেনে চড়ে যান। কেননা, বাসের চেয়ে ট্রেন ভ্রমণ বেশি নিরাপদ ও আনন্দদায়ক। 

ঢাকা থেকে চট্টগ্রাম বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়াও রয়েছে মেইল ট্রেনও। 

আরও পড়ুন: ঢাকা মেইল ট্রেনের সময়সূচি

ঢাকা থেকে চট্টগ্রামে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলো হলে মহানগর প্রভাতী (৭০৪), মহানগর এক্সপ্রেস (৭২২), তূর্ণা এক্সপ্রেস (৭৪২) এবং সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮)।

অন্যদিকে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকায় ঢাকা মেইল ও চট্টগ্রাম মেইল ট্রেন চলাচল করে। 

main_train_[ic

এছাড়াও সম্প্রতি কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটন এক্সপ্রেস চালু হয়েছে। এই ট্রেন দুইটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে কক্সবাজার পৌঁছায়। মাঝখানে চট্টগ্রামে যাত্রা বিরতি দেয়। 

বিভিন্ন সময় এই ট্রেনগুলো স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়। ট্রেন ছাড়ার সময় ভিন্ন ভিন্ন হওয়ার কারণে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর সময় ভিন্ন হয়ে থাকে। সুতরাং নিচে ঢাকা টু চট্টগ্রাম রেলপথের ট্রেন নাম, ছাড়ার সময় এবং পৌছানোর সময় পাশাপাশি ছুটির দিন উল্লেখ করা হলো।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ার সময় পৌঁছানোর সময়
সুবর্ণা এক্সপ্রেস(৭০২) সোমবার ১৬ঃ৩০ ২১ঃ২৫
মহানগর প্রভাতী (৭০৪)  নাই ০৭ঃ৪৫ ১৩ঃ৩৫
মহানগর এক্সপ্রেস (৭২২)  রবিবার  ২১ঃ২০ ০৩ঃ৩০
কক্সবাজার এক্সপ্রেস (৮১৪)  সোমবার ২২ঃ৩০ ০৩ঃ৩০
তূর্ণা এক্সপ্রেস (৭৪২) নাই  ২৩ঃ১৫ ০৫ঃ১৫
সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮) বুধবার ০৭ঃ০০  ১১ঃ৫৫
চট্টলা এক্সপ্রেস (৮০২) শুক্রবার ১৩ঃ৪৫ ২০ঃ১০
পর্যটক এক্সপ্রেস (৮১৬) রবিবার ০৬ঃ১৫ ১১ঃ২০

train_pc

ঢাকা টু চট্রগ্রাম ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)

ঢাকা থেকে চট্রগ্রাম রুটে চট্রগ্রাম মেইল (০২), কর্ণফুলী এক্সপ্রেস (৪) ও চট্টলা এক্সপ্রেস (৬৪) মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে। নিচে মেইল এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা স্টেশন থেকে ছাড়ার সময় এবং চট্রগ্রাম স্টেশনে পৌঁছানোর সময়সূচী দেওয়া হলো-

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌঁছানোর সময়
চট্রগ্রাম মেইল (০২) নাই ২২ঃ৩০ ০৭ঃ২৫
কর্ণফুলী এক্সপ্রেস (৪) নাই ০৮ঃ৩০ ১৮ঃ০০
চট্টলা এক্সপ্রেস (৬৪) মঙ্গলবার ১৩ঃ০০ ২০ঃ৫০

ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের ভাড়া

আসন বিভাগ টিকেটের মূল্য
শোভন     ২৮৫ টাকা
শোভন চেয়ার     ৩৪৫ টাকা
প্রথম সিট     ৪৬০ টাকা
প্রথম বার্থ   ৬৮৫ টাকা
স্নিগ্ধা     ৬৫৬টাকা
এসি সিট     ৭৮৮ টাকা
এসি বার্থ     ১১৭৯ টাকা

 এজেড