শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Dhaka Mail Train

ঢাকা মেইল ট্রেনের সময়সূচি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

ঢাকা মেইল ট্রেন

ঢাকা মেইল বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। ঢাকা মেইলের ট্রেন কোড ০১−০২। ঢাকা মেইল ট্রেন চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। যাত্রাপথে ট্রেনটি ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলাকে সংযুক্ত করে।

ঢাকা মেইল কী?


বিজ্ঞাপন


ঢাকা মেইল মূলত একটি মেইল ট্রেন পরিষেবা। এর যাত্রা শুরু হয় ১ সেপ্টেম্বর ১৯৯৩ সালে। এই ট্রেনের যাত্রা আরম্ভ হয় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। যাত্রা শেষ হয় কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে। ঢাকা মেইলের যাত্রার গড় সময়কাল ৮ ঘণ্টা ৫০ মিনিট।

আরও পড়ুন: দিনের চেয়ে রাতে ট্রেনের গতি বেশি হয় কেন?

ঢাকা মেইল ট্রেনের কোড কত?

ঢাকা/চট্টগ্রাম মেইল ট্রেনের কোড-ট্রেন নং ০১−০২। এটি বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন।


বিজ্ঞাপন


ট্রেন

ঢাকা মেইল ট্রেন যেসব স্টেশনে থামে

পাহাড়তলী
ভাটিয়ারী
সীতাকুণ্ড
লাকসাম জংশন
কুমিল্লা
আখাউড়া জংশন
ব্রাহ্মণবাড়িয়া
আশুগঞ্জ
ভৈরব বাজার জংশন
নরসিংদী
টঙ্গী জংশন
ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন
কমলাপুর রেলওয়ে স্টেশন।

রোলিং স্টক

এই ট্রেনে সাধারণত ২৯০০ শ্রেণীর লোকোমোটিভ ব্যবহার করা হয়। ট্রেনটি ১৮/৩৬ লোডের ভেস্টিবিউলবিহীন ভ্যাকুয়াম ব্রেকের কোচের রেকে চলাচল করে।

আরও পড়ুন: ট্রেনের শেষ বগিতে 'X' চিহ্ন থাকে কেন?

ঢাকা মেইল ট্রেনের ভাড়া

ঢাকা মেইল ট্রেন মূলত ঢাকা টু চট্টগ্রাম মেইল ট্রেন। ঢাকা মেইল ট্রেনে চার ধরনের আসন রয়েছে। আসন অনুযায়ী ভাড়া ভিন্ন ভিন্ন। ঢাকা মেইল ট্রেনের শোভন সিটের ভাড়া ২৮৫ টাকা, শোভন চেয়ার সিটের ভাড়া ৩৪৫ টাকা, প্রথম শ্রেণি চেয়ারের ভাড়া ৫২৯ টাকা এবং প্রথম শ্রেণি কেবিনের ভাড়া ৬৪৫ টাকা।

ঢাকা টু চট্টগ্রাম মেইল ট্রেন কয়টি?

ঢাকা টু চট্টগ্রাম মেইল ট্রেন তিনটি ।  এগুলো হলো-চট্টগ্রাম মেইল, কর্ণফুলী এক্সপ্রেস এবং চট্টলা এক্সপ্রেস। 

ঢাকা_মেইল

ঢাকা টু চট্টগ্রাম মেইল ট্রেনের সময়সূচি

ঢাকা টু চট্টগ্রাম মেইল ট্রেন তিনটি। এর মধ্যে চট্টগ্রাম মেইল ছাড়ার সময় রাত ১০টা ৩০ মিনিট। গন্তব্যে পৌঁছার সময় সকাল ৭টা ২৫ মিনিট। এই ট্রেন সপ্তাহে সাত দিনই চলে।

কর্ণফুলী এক্সপ্রেস ছাড়ার সময় সকাল ৮টা ৩০ মিনিট। গন্তব্যে পৌঁছার সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট। এই ট্রেন সপ্তাহে সাত দিনই চলে। 

চট্টলা এক্সপ্রেস ছাড়ার সময় দুপুর ১টা ৫ মিনিট। গন্তব্যে পৌঁছার সময় রাত ৮টা ৫৫ মিনিট। মঙ্গলবার এই ট্রেন বন্ধ থাকে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর