images

অটোমোবাইল

সুজুকি বার্গম্যান স্ট্রিট স্কুটার এলো নতুন রূপে

অটোমোবাইল ডেস্ক

০২ আগস্ট ২০২৪, ১১:৩৫ এএম

সুজুকির অন্যতম জনপ্রিয় এবং স্টাইলিশ স্কুটার বার্গম্যান। এই স্কুটারের নতুন এডিশন লঞ্চ করল সুজুকি। তবে শুধু ডিজাইনে পরিবর্তন হয়েছে। ইঞ্জিন স্পেসিফিকেশনে কোনও বদল করা হয়নি। ম্যাক্সি স্কুটারের দুনিয়ায় দারুণ এবং বেশ সস্তা একটি স্কুটার সুজুকি বার্গম্যান স্ট্রিট, জানুন দাম ও মাইলেজ।

২০২৪ সুজুকি বার্গম্যান স্ট্রিট লঞ্চ হল বাজারে, কোম্পানির অন্যতম সেরা এবং স্টাইলিশ স্কুটারগুলোর মধ্যে একটি বার্গম্যান। নতুন যে এডিশন লঞ্চ করা হয়েছে তাতে শুধু নতুন পেইন্ট স্কিম যোগ করা হয়েছে। স্কুটারে ইঞ্জিনে কোনও পরিবর্তন করা হয়নি। স্কুটারে নতুন মেটালিক ম্যাট ব্ল্যাক নম্বর ২ পেইন্ট যোগ করা হয়েছে। স্কুটারের প্রায় সমস্ত বডিতেই রয়েছে ম্যাট ব্ল্যাক পেইন্ট।

suzuki

সুজুকি বার্গম্যান স্কুটির বৈশিষ্ট্য

নতুন রং ছাড়া স্কুটির ফিচার্স ও স্পেসিফিকেশনে কোনও বদল করা হয়নি। এতে আগের মতোই পাবেন ১২৪ সিসি এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৮.৫৮ হর্সপাওয়ার এবং ১০ এনএম টর্ক তৈরি হয়। সঙ্গে মিলবে সিভিটি ট্রান্সমিশন। সুজুকি বার্গম্যান স্কুটির মাইলেজ ৫৫.৮৯ কিমি প্রতি লিটার।

আরও পড়ুন: এই ইলেকট্রিক সাইকেল এক চার্জে ৫০ কিমি চলবে

সর্বোচ্চ ৯৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে দৌড়তে পারে সুজুকি বার্গম্যান স্ট্রিট। রিচার্স হিসাবে পাবেন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং এলইডি লাইটিং। রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট (অপশনাল), ব্লুটুথ কানেক্টিভিটি এবং ২১.৫ লিটার আন্ডার সিট স্টোরেজ।

suzuki-pic

এটি আর পাঁচটা স্কুটারের থেকে আলাদা। কারণ আয়তনে বেশ বড় সুজুকি বার্গম্যান। যাকে বলা হয় ম্যাক্সি স্কুটার। সুজুকির স্কুটারে রয়েছে ডিস্ক ব্রেক, অ্যালয় হুইল এবং ইলেকট্রিক স্টার্ট।

২০২৪ এডিশনের সুজুকি বার্গম্যান স্ট্রিট স্কুটারের দাম রাখা হয়েছে ভারতে ৯৮ হাজার ২৯৯ রুপি।

এজেড