শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এই ইলেকট্রিক সাইকেল এক চার্জে ৫০ কিমি চলবে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

cycle

বাজারে এলো নতুন প্রজন্মের ইলেকট্রিক সাইকেল। যা এনেছে ই-মোটরাড নামের ভারতীয় প্রতিষ্ঠান। মডেল টি রেক্স এয়ার। এতে রয়েছে একটি ২৫০ ওয়াটের বৈদ্যুতিক মোটর। এছাড়াও এতে একটি ১০.২ এএইচের অপসারণযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারিও দেওয়া হয়েছে।

দেশে বৈদ্যুতিন বাইক এবং স্কুটারের বিরাট চাহিদা তৈরি হয়েছে। বহু মানুষ যারা সাইকেল চালাতে ভালবাসেন, তারা দীর্ঘ দূরত্ব যাওয়ার জন্য এই ধরনের বৈদ্যুতিন সাইকেল কিনছেন। এটি শহরের মধ্যে চালানোর জন্য সবথেকে ভালো এবং শহরের বাইরেও চাইলে এই সাইকেলে চড়ে বহুদূর যাওয়া যায়। 


বিজ্ঞাপন


cycle-pic

ই-মোটোরাড সংস্থা তাদের এই নতুন ই-সাইকেল টি-রেক্স এয়ারে ২৭.৫ ইঞ্চির চাকা দিয়েছে। মূলত অরেঞ্জ ব্লেজ এবং ট্রপিক্যাল গ্রিন এই দুটি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাবে এই ই-সাইকেল। এছাড়াও এই বৈদ্যুতিক সাইকেলে হাই টেনসিল স্টিলের ফ্রেমের সঙ্গে সামনের টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে। এমনকী এই সাইকেলের উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া রয়েছে।

এই বৈদ্যুতিক সাইকেলের ফিচার্সের কথা বলতে গেলে ই-মোটোরাড সংস্থা এতে একটি ৫ ইঞ্চির এলইডি ক্লাস্টার দিয়েছে। এর সাহায্যে রাইডাররা ব্যাটারি ও গতির সঙ্গে প্যাডেল অ্যাসিস্ট লেভেল ও ওডোমিটার সম্পর্কেও তথ্য পাবে। এছাড়া এতে একটি চমৎকার হর্নও দেওয়া হয়েছে। এই ই-সাইকেল কিনলে আপনি পাবেন ২এ চার্জার। এই ব্যাটারির সাহায্যে এই বৈদ্যুতিন সাইকেলে ২ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যেই ০ থেকে ৮০ শতাংশ চার্জ হয়ে যায়।

ccyle3


বিজ্ঞাপন


এতে রয়েছে একটি ২৫০ ওয়াটের বৈদ্যুতিন মোটর। এছাড়াও এতে একটি ১০.২ এএইচের অপসারণযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারিও দেওয়া হয়েছে। ৫ লেভেলের প্যাডেল অ্যাসিস্ট সহ বাজারে মিলছে এই দুরন্ত বৈদ্যুতিক সাইকেল।

আরও পড়ুন: ইলেকট্রিক গাড়ি-বাইক কিনতে ভর্তুকি দিচ্ছে এই দেশের সরকার

এই ব্যাটারি ও মোটরের সাহায্যে এই ই-সাইকেলে আপনি চাইলে ৫০ কিমিরও বেশি রাস্তা যেতে পারেন। একই সময়ে যখন ব্যাটারি ডিসচার্জ হয়, তখন এটি একটি গিয়ারযুক্ত সাইকেল হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন। এই বৈদ্যুতিন সাইকেলে সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টায় গতিবেগ ওঠে।

ই মোটোরাড সংস্থা তাদের এই নতুন সাইকেলের দাম ধার্য করেছে ভারতে ৩৫ হাজার রুপি।। এই সাইকেলকে আপনি ব্যাটারি এবং গিয়ার দেওয়া সাইকেল দু-ভাবেই ব্যবহার করতে পারেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর