images

অটোমোবাইল

ইলেকট্রিক গাড়ি-বাইক কিনতে ভর্তুকি দিচ্ছে এই দেশের সরকার

অটোমোবাইল ডেস্ক

২৯ জুলাই ২০২৪, ১২:৫৭ পিএম

ইলেকট্রিক গাড়ি ও বাইক কিনলে ভর্তুকি দেবে ভারত সরকার। পাওয়া যাবে ঋণ সুবিধাও। দেশটির সরকার জানিয়েছে, নতুন এই স্কিমের মাধ্যমে পরিবেশবান্ধব পাবলিক ট্রান্সপোর্টেশন করার জন্য বৈদ্যুতিক যানবাহন কেনার দিকে জোর দিতে হবে। এজন্য দেশটিতে চালু হয়েছে ইএমপিএস স্কিম।

ভারত সরকারের ভারী শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে যে ২০২৪ সালের ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম (ইএমপিএস) আরও কিছুদিনের জন্য বর্ধিত করা হবে। আরও দুই মাস বহাল থাকবে এই স্কিমের সুবিধে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে এই বৈদ্যুতিক গাড়ি সংক্রান্ত বিশেষ স্কিমের সুবিধে।

আরও পড়ুন: কোন গাড়ির মাইলেজ বেশি?

বৈদ্যুতিক গাড়িতে মিলবে ভর্তুকি

২০২৪ সালের মার্চ মাসে ভারত সরকার এই ইলেকট্রিক মোবিলিটি প্রোমোশন স্কিম চালু করেছিল। ১ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত চালু থাকার কথাই আগে বলা হয়েছিল। আর এই স্কিমের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি রুপি। বর্তমানে সরকার আরও ৭৭৮ কোটি টাকা বরাদ্দ করেছে এবারের বাজেটে। এর ফলে এই স্কিম আরও বর্ধিত হল। স্কিমে ভর্তুকিও বাড়তে পারে বৈদ্যুতিক গাড়িতে।

e_car

ইএমপিএস স্কিমের উদ্দেশ্য

ভারত সরকার জানিয়েছে এই নতুন স্কিমের মাধ্যমে পরিবেশবান্ধব পাবলিক ট্রান্সপোর্টেশন করার জন্য বৈদ্যুতিক যানবাহন কেনার দিকে জোর দিতে হবে। এমনকি এই ধরনের যানবাহন যাতে সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, সেই চেষ্টা করতে হবে। এই স্কিমের আওতায় আনা হয়েছে বৈদ্যুতিক বাইক-স্কুটার এবং বাণিজ্যিক গাড়ির জন্য। যে সমস্ত তিন চাকার গাড়ি বাণিজ্যিক গাড়ি হিসেবে নিবন্ধীকৃত রয়েছে সেগুলোকে ভর্তুকি দেওয়া হবে, অর্থাৎ তা কম দামে কিনতে পাওয়া যাবে।

electric_pic

ইএমপিএস ২০২৪ এর মাধ্যমে যেসব সুবিধা মিলবে

এই ভর্তুকির অধীনে প্রতিটি কিলোওয়াট ব্যাটারির উপর ৫ হাজার রুপির ভর্তুকি দেওয়া হয় ইনসেনটিভ হিসেবে। যে সমস্ত বৈদ্যুতিক যানবাহনে উন্নতমানের ব্যাটারি লাগানো রয়েছে, সেগুলোর ওপরেই এই ইনসেনটিভ দেয় ভারত সরকার। এখনও পর্যন্ত ৫ লাখ ৬০ হাজার ৭৮৯টি যানবাহনের ওপরে এই ভর্তুকি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ লাখ ৮০টি দুই চাকার গাড়ি এবং ৪৭ হাজার ১১৯টি তিন চাকার বাণিজ্যিক গাড়ি। পরে ১৩,৫৯০টি ই-রিকশা বা টোটো এবং ই-কার্টকে এই ভর্তুকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এজেড