images

অটোমোবাইল

মাহিন্দ্রা থার: এই গাড়িতে রয়েছে ৫ দরজা

অটোমোবাইল ডেস্ক

৩০ জানুয়ারি ২০২৪, ১০:৩০ এএম

ভারতের মাহিন্দ্রার তৈরি জনপ্রিয় অফরোডার কার মাহিন্দ্রা থার। এই গাড়ি এবার নতুন রূপ, রঙ ও ফিচার হাজির হচ্ছে। যা সরাসরি চ্যালেঞ্জ জানাবে মারুতি সুজুকি জিমনিকে। শুধু আয়তনে বাড়ছে না গাড়ি, যোগ হবে বেশ কিছু নতুন ফিচার। বাজার মাতাতে চলতি বছর অথবা ২০২৫ সালে হাজির হতে পারে ৫ দরজার মাহিন্দ্রা থার। গাড়ির দক্ষতা খতিয়ে দেখতে ইতিমধ্যে পরীক্ষা শুরু করে দিয়েছে সংস্থা।

৫ দরজার অফরোড গাড়ি

আপডেটেড মাহিন্দ্রা থার বর্তমান থারের থেকে অনেক আলাদা। প্রথমত এটি আয়তনে বড় হতে চলেছে। থাকবে পাঁচটি দরজা ও বেশি সিটিং ক্যাপাসিটি। পাহাড়-জঙ্গল সব জায়গায় দক্ষতার সঙ্গে সার্ভিস দেবে বলে দাবি করছে কোম্পানি।

thar

সর্বশেষ রিপোর্ট অনুসারে, গাড়িতে সাতটি দারুণ ফিচার যোগ করতে চলেছে মাহিন্দ্রা। যা আপনি ৩ দরজার থারে পাবেন না। গাড়ির সিটিং লেআউট বদলে যেতে চলেছে, চার চাকার মাঝখানে থাকবে তিনটে সিট এবং পিছনে একটি বেঞ্চ সিট।

৫ দরজার মাহিন্দ্রা থারে নতুন ফিচার

এই গাড়িতে ১০.৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে। যা সামনে বসা যাত্রী ও চালকের অভিজ্ঞতা বাড়িয়ে তুলবে। পাশাপাশি সামনে যাত্রী ও চালকের আরামের জন্য মিলবে ফ্রন্ট আর্মরেস্ট।

thar2

গাড়ির পেছনে বসা যাত্রীদের জন্য থাকবে এসি ভেন্ট। বেঞ্চ সিট যাত্রীদের দেওয়া হতে পারে রিয়ার সেন্টার আর্মরেস্ট। পাশাপাশি এই গাড়িতে আরও একটি দারুণ ফিচার। যা আজকাল খুব চর্চায় রয়েছে। এটি হল ড্যাশ ক্যাম। সামনে ও পেছনে গাড়ি মনিটর করতে সাহায্য করবে।

আরও পড়ুন: লেক্সাস আনল নতুন লাক্সারি গাড়ি

এখানেই শেষ নয়, ৫ দরজার মাহিন্দ্রা থারে মিলবে সিঙ্গেল পেন সানরুফ। এটি গাড়ির টপ ভ্যারিয়েন্টগুলোতে দেখা যেতে পারে।

নতুন মাহিন্দ্রা থারের ইঞ্জিন

৫ দরজার ভার্সনে মিলবে দুই রকম ইঞ্জিন - একটি ২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৫০ হর্সপাওয়ার এবং ৩০০-৩২০ এনএম টর্ক উত্পন্ন করতে পারবে। আরেকটি ২.২ লিটার ডিজেল ইঞ্জিন যা থেকে সর্বোচ্চ ১৩০ হর্সপাওয়ার এবং ৩০০ এনএম টর্ক উৎপন্ন হবে। সঙ্গে মিলবে ৬ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন।

এজেড