শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লেক্সাস আনল নতুন লাক্সারি গাড়ি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

car

লাক্সারি গাড়ি তৈরি করে সুনাম কুড়িয়েছে লেক্সাস। এই প্রতিষ্ঠানটি আনল নতুন এক মডেল। যা রূপে-গুণে অনন্য। বিলাসিতায়ও কমতি নেই এর। মডেল লেক্সাস আরএক্স ৩৫০এইচ। এটি একটি এসইউভি। 

আরও পড়ুন: সস্তার এই ইলেকট্র্রিক গাড়ি ফুল চার্জে চলবে ২৩০ কিমি


বিজ্ঞাপন


সম্প্রতি এই মডেল ভারতের বাজারে এসেছে। জার্মান কোম্পানি হলেও লেক্সাসের এই ইন্ডিয়ান মডেল  জার্মান মডেলগুলোর তুলনায় একেবারেই আলাদা। ভারতে বেশ কিছু বছর ধরে ব্যবসা করার পরে লেক্সাস নিজেদের এই হাইব্রিড পাওয়ারট্রেনের ধাঁচটাকেই আপন করে নিয়েছে এবং এটাকেই নিজেদের সিগনেচার স্টাইল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে বলা চলে। লেক্সাসের আরএক্স মডেলটির আরও বড় ভার্সন এবার বাজারে এল, আমরা সেই মডেলটিকেই একটু নেড়ে-ঘেঁটে দেখেছি।

lesus

জার্মান লাক্সারি এসইউভির থেকে এটি দেখতে একেবারেই আলাদা এবং অসম্ভব স্টাইলিশ, একথা স্বীকার করতেই হবে। নতুন আরএক্স আকারে ছোট, কিন্তু এমন কিছু কিছু শার্প লাইন আছে গাড়িতে যা নজর কাড়ে। নতুন আরএক্স মডেলের ডিজাইন, শার্প হেডল্যাম্প, বড় স্পিন্ডল গ্রিল, রিয়ার টুলের মধ্যে বিরাটাকার ২১ ইঞ্চির চাকা এর অন্যতম আকর্ষণ। এই মডেলের লুক অনেকটাই স্পোর্টিয়ার। তবে আপাতভাবে বাইরে থেকে দেখে এটা বলাই যায়, লেক্সাস এই মডেলটিকে  অন্য সব গাড়ির থেকে আলাদা করে দিয়েছে।

ইন্টেরিয়র


বিজ্ঞাপন


এর ভেতরের লুক অনেকটাই কনজারভেটিভ, কিন্তু মেটেরিয়াল বেশ ভালো। দারুণ টেম্পারেচার কন্ট্রোলের সঙ্গে ইনবিল্ট স্ক্রিনের সুবিধে একে আলাদা একটা মাত্রা দিয়েছে। ট্রাকপ্যাডের বদলে এই গাড়িতে  যুক্ত হয়েছে ১৪ ইঞ্চি বিশাল টাচ স্ক্রিন যেখানে প্রচুর ইনবিল্ট ফাংশান রয়েছে। এর এত বড় আকার দেখে মনে হয় যেন কোনো এইচডি টিভি।

প্রযুক্তি ও ফিচার্স

গাড়ির দুইটি ডোরই অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত। ই-ল্যাচ সিস্টেম রয়েছে এই গাড়িতে । একটা মাত্র বাটন প্রেস করলেই খুলে যাবে গাড়ির দরজা। গাড়ির মধ্যে রয়েছে মার্ক লেভিনসন অডিও সিস্টেম যা এককথায় অসাধারণ। লাক্সারি উপাদানের মধ্যে যা যা থাকা দরকার, তার মধ্যে বড় গ্লাস রুফ, হিটেড অর কুলড সিটস এবং একটি থ্রি-জোন ক্লাইমেট কনট্রোল সিস্টেম রয়েছে এই গাড়িতে।

car-3

স্পেস

গাড়ির ভেতরে স্পেসও যথেষ্ট বেশি। রিয়ার সিটগুলো বেশ কমফর্টেবল যাতে যাত্রীদের ঢোকা বা বের হওয়অর সময় কোনও অসুবিধে না হয়। ড্রাইভিং পজিশন বেশ আরামদায়ক ঠিকই কিন্তু একেবারে প্রাইম এসইউভির মত ভিউ আছে, কিন্তু স্টিয়ারিং কনট্রোল এখনও টাচ বা প্রেশার সেনসিটিভ।

এডিএস সিস্টেম রয়েছে এই গাড়িতে, যা অন্যদের থেকে একে স্বাভাবিকভাবেই আলাদা করেছে। যেহেতু এই মডেলটি হাইব্রিড তাই এতে ২.৫ লিটার পেট্রোল ইঞ্জিন এবং একজোড়া ইলেকট্রিক মোটর, যা ২৫০ বিএইচপি ক্ষমতা তৈরিতে সক্ষম। এটি অত্যন্ত স্মুদ, শহরের রাস্তায় চালালে সেভাবে কোনও শব্দও হবে না। অল্প গতিতে চালালে একটা ইভি প্লাস গাড়ির মতই ফিল হবে আপনার, শুধু চাকাগুলো অত্যন্ত বড় আকারের।

দাম

ভারতে লেক্সাসের নতুন এই মডেলের দাম শুরু হয়েছে ৯৫.৮ লাখ রুপি থেকে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর