images

অটোমোবাইল

হাইব্রিড বাইক আনছে কাওয়াসাকি, পেট্রোল শেষ হলেও চলবে

অটোমোবাইল ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৪, ১২:৪১ পিএম

বাজারে আসছে হাইব্রিড মোটরসাইকেল। যা আনছে কাওয়াসাকি। মডেল ভারসেস জেড৭ হাইব্রিড। এই বাইকের বিশেষ সুবিধা হচ্ছে জ্বালানি শেষ হলেও চলতে সক্ষম। এই মোটরবাইক তৈরি করতে পেটেন্টও ফাইল করে রেখেছে কাওয়াসাকি। জানা গিয়েছে, বাইকে পেট্রল ইঞ্জিনের সঙ্গে থাকবে একটি শক্তিশালী ব্যাটারি প্যাক এবং ইলেকট্রিক মোটর।

bike1

কাওয়াসাকি হাইব্রিড বাইক

কাওয়াসাকির নতুন এই হাইব্রিড বাইক থাকছে ৪৫১ সিসির টুইন সিলিন্ডার ইঞ্জিন। সঙ্গে থাকছে  ৯ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ইলেকট্রিক মোটর। এই মোটর চালানোর জন্য থাকবে ১.৪ কিলোওয়াটের ব্যাটারি প্যাক।

আরও পড়ুন: হাইব্রিড গাড়ির পর এলো হাইব্রিড স্কুটার

কাওয়াসাকি দাবি করছে, এই বাইকে যদি পেট্রোল শেষ হয়ে যায়, তাও এটি চালানো যাবে। পেট্রোল থেকে হাইব্রিড মোডে বাইক সুইচ করলেই ব্যাটারির মাধ্যমে দৌড়তে শুরু করবে মোটরসাইকেল।

btt

আরও জানা গিয়েছে, ৪৫১ সিসি হাইব্রিড ইঞ্জিন সর্বোচ্চ ৬৯ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম। বাইকে ফিচার্স হিসাবে পাবেন ফুল এলইডি হেডলাইট, ডিজিটাল ডিসপ্লে, অটোমেটিক গিয়ারশিফট এবং নেভিগেশন সিস্টেম। সবমিলিয়ে একটি চমকপ্রদ মোটরসাইকেল হতে চলেছে বিশ্ব বাজারে।

এজেড