মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাইব্রিড গাড়ির পর এলো হাইব্রিড স্কুটার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

scooter

হাইব্রিড গাড়ির পর বাজারে এলো হাইব্রিড স্কুটার। এই স্কুটার এনেছে ইয়ামাহা। প্রতিষ্ঠানটির ফেসিনো এবং রেজেডআর স্কুটারে এই প্রযুক্তি রয়েছে। এই স্কুটারে দুর্দান্ত মাইলেজ পাওয়া যাবে। 

আরও পড়ুন: ৩০ হাজার কিমি বাইক চালানোর পর যে একটি কাজ অবশ্যই করবেন


বিজ্ঞাপন


হাইব্রিড গাড়ির ব্যবহার শুরু হয়েছে অনেকদিন। এই গাড়ি সম্পর্কে অনেকেই শুনেছেন। একদিকে যেমন বায়ু দূষণ কম হয়, তেমনই ভালো মাইলেজ পাওয়া যায়। গাড়ির মতো এখন হাইব্রিড স্কুটারও চলে এসেছে। ইয়ামাহার হাত ধরে এলো এই স্কুটার।

হাইব্রিড গাড়ি-স্কুটারের সুবিধা?

মূলত, পেট্রোল ইঞ্জিনের উপর সম্পূর্ণ নির্ভর থাকে না ওই গাড়ি। একটি বৈদ্যুতিক মোটর ও ইঞ্জিন সম্মিলিত ভাবে শক্তি উৎপাদন করে। কোনো কোনো গাড়িতে উন্নত মানের বৈদ্যুতিক মোটর দেওয়া হয়। পেট্রোল ইঞ্জিন বন্ধ হয়ে গেলে তা দিয়েই অনেকটা পথ যাওয়া যায়। পাশাপাশি এটি পরিবেশ বান্ধব এবং জ্বালানির খরচ কমাতেও সাহায্য করে।

scuty


বিজ্ঞাপন


সেই রকমই গাড়ির মতো এবার পাওয়া যাচ্ছে হাইব্রিড স্কুটার। ভালো মাইলেজ ও স্টাইলিশ লুক এটির অন্যতম আকর্ষণ। 

হাইব্রিড স্কুটারের নাম কী?

এই মুহূর্তে বাজারে ইয়ামাহার হট সেলিং স্কুটার হল ফেসিনো, রেজেডআর এবং অ্যারোক্স। এর মধ্যে ফেসিনো এবং রেজেডআর মডেল হাইব্রিড ইঞ্জিন দ্বারা চলে। স্কুটারগুলোতে পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি ব্লু কোর হাইব্রিড প্রযুক্তি রয়েছে।

ব্লু কোর হাইব্রিড প্রযুক্তি কী?

ইয়ামাহা ফেসিনো এবং রেজেডআর মডেলে মাইল্ড হাইব্রিড প্রযুক্তির জন্য একটি স্মার্ট মোটর জেনারেটর ব্যবহার করা হয়। যা স্কুটারে থাকা ছোট্ট লিথিয়াম আয়ন ব্যাটারিকে চার্জ করে। যখনই স্কুটারের গতি কমে যায় তখনই জেনারেটর সক্রিয় হয়ে যায় এবং বিদ্যুৎ উৎপাদন করে ব্যাটারিতে স্টোর করে।

fasicno

আবার স্কুটারের গতি বাড়তে শুরু করলে এই জেনারেটর বৈদ্যুতিক মোটর হিসাবে কাজ করে এবং স্কুটির পেছনের চাকায় শক্তি সরবরাহ করে যাতে ভালো পিকআপ পাওয়া যায়। উঁচু রাস্তায় এই ধরনের স্কুটার বেশি শক্তিশালী।

হাইব্রিড স্কুটারের মাইলেজ কেমন?

শুধু শক্তি সরবরাহ নয়, এই ব্লু কোর হাইব্রিড প্রযুক্তি ১৬ শতাংশ বেশি মাইলেজ দিতে সাহায্য করে। ইয়ামাহার হাইব্রিড স্কুটারে ৬৬ কিমি প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দিয়েছে বলে দাবি কোম্পানির। যে কারণে বর্তমানে এই ধরনের স্কুটারের চাহিদা দারুণ। আশা করা যায়, আগামীদিনে বাকি কোম্পানিগুলো হাইব্রিড স্কুটার বাজারে আনবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর