অটোমোবাইল ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৪, ১০:১২ এএম
২০২৪ এডিশনে বাজারে এলো মাহিন্দ্রার জনপ্রিয় এসইউভি এক্সইউভি৭০০ মডেল। দুর্দান্ত লুক, ডিজাইন ও ফিচার নিয়ে গাড়িটি এসেছে। এই গাড়িতে রয়েছে ছয়টি আসন। এতে জমকালো এক্সটিরিয়র ও ইন্টিরিয়র ডিজাইন দেওয়া হয়েছে। গাড়িতে যোগ হয়েছে ১৩টি নতুন ফিচার। থাকবে ভেন্টিলেটেড সিটের সুবিধাও। আর কী কী বিশেষ রয়েছে এই গাড়িতে? জানুন বিস্তারিত।

আরও পড়ুন: পাহাড়-জঙ্গল দাপিয়ে বেড়াবে এই গাড়ি
নতুন এডিশনের মাহিন্দ্রা এক্সইউভি৭০০ মডেলে ব্ল্যাক থিমের সঙ্গে আপডেটেড ফিচার্স রয়েছে গাড়িতে। ডুয়াল টোন কালারেও মিলবে এই চার চাকা।
মাহিন্দ্রার এই গাড়ি পেট্রোল ও ডিজেল দুই ভার্সনেই পাওয়া যাবে। দামও ভিন্ন ভিন্ন।

পেট্রোল ইঞ্জিনের ম্যানুয়াল বেস মডেল ভারতে বিক্রি হচ্ছে ২১.৪৪ লাখ রুপি। টপ-এন্ড মডেল অটোমেটিক ২৫.৪৪ লাখ রুপি।
ডিজেল ইঞ্জিনের ম্যানুয়াল বেস মডেল ২২.০৪ লাখ রুপি। টপ-এন্ড মডেল অটোমেটিক ২৫.৯৪ লাখ রুপি। গাড়ির নতুন যে ভ্যারিয়েন্টগুলো লঞ্চ হয়েছে তার দাম ১৩.৯৯ লাখ থেকে ২৬.৯৯ লাখের মধ্যে।
২০২৪ এডিশনের মাহিন্দ্রা এক্সইউভি৭০০ মডেলের ফিচার
মিড-সাইজের এই এসইউভি গাড়িতে নতুন ৬ আসনের বিকল্প যোগ করেছে মাহিন্দ্রা। পাশাপাশি সবথেকে বড় আকর্ষণ এটির ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং কানেক্টটেড কার টেকনোলজি।

গাড়ির আরও একটি আকর্ষণ ন্যাপলি ব্ল্যাক কালার থিম। যা সামগ্রিক দিক থেকে গাড়িটিকে আরও নান্দনিক করে তুলেছে।
এই কালার ছাড়াও ডুয়াল টোন কালার অপশন পাওয়া যাবে। মাহিন্দ্রার এই গাড়িতে কালার, ইন্টিরিয়র ও সিটিং ক্যাপাসিটি অদল-বদল হলেও ইঞ্জিন থাকছে একই। গাড়ির ইঞ্জিন কোনও পরিবর্তন করেনি মাহিন্দ্রা। মিলবে 2 লিটার পেট্রোল এবং ২.২ লিটার ডিজেল ইঞ্জিন।
পেট্রোল ইঞ্জিনে সর্বোচ্চ ২০০ পিএস শক্তি এবং ৩৮০ এনএম টর্ক উৎপন্ন হয় এবং ডিজেল ইঞ্জিনে ১৮৫ পিএস শক্তি এবং ৪৫০ এনএম টর্ক উৎপন্ন হয়। গাড়ির সঙ্গে ৬ স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন দেওয়া হয়েছে। গাড়ির টপ স্পেক ভ্যারিয়েন্টে অল হুইল ড্রাইভের বিকল্পও পাওয়া যাবে।
এজেড