রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Land Rover Discovery

পাহাড়-জঙ্গল দাপিয়ে বেড়াবে এই গাড়ি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫২ এএম

শেয়ার করুন:

car

বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যান্ড রোভার নতুন অফরোড কার আনল। মডেল ল্যান্ড রোভার ডিসকভারি। এই গাড়ি প্রতিষ্ঠানটির এসইউভি ডিসকভারি স্পোর্টের নতুন এডিশন।

ভারতের টাটা মোটরস মালিকাধীন জাগুয়ার ল্যান্ড রোভার। ভারতসহ বিশ্ব বাজারে জনপ্রিয় নাম। শক্তপোক্ত মজবুত গাড়ির জন্য বিখ্যাত।  ল্যান্ড রোভার ডিসকভারি স্পোর্ট, নতুন ইন্টিরিয়র ও এক্সটিরিয়র আপডেট-সহ লঞ্চ হয়েছে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি। গাড়িতে মিলবে নতুন এলইডি হেডল্যাম্প, গ্লসি ফিনিশের কালো রংয়ের ফ্রন্ট গ্রিল এবং নতুন ২১ ইঞ্চি অ্যালয় হুইল।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাড়ি কেন ব্রেক ফেল করে? করণীয় কী?

গাড়ির ভিতর রয়েছে ১১.৪ ইঞ্চির পিভি প্রো ইনফোটেনমেন্ট স্ক্রিন। পেট্রোল-ডিজেল দুই তেলেই চলে গাড়ির ইঞ্জিন। দুর্ধর্ষ জমকালো লুক সঙ্গে শক্তিশালী ইঞ্জিন।

car5

২০২৪ ল্যান্ড রোভার ডিসকভারি স্পোর্টস লঞ্চ হল। লাইফস্টাইল এসইউভির দুনিয়ায় বাজিমাত করতে পারে এই গাড়ি। টেক্কা দিতে পারে ডিফেন্ডারকেও। 


বিজ্ঞাপন


এখানেই শেষ নয়, যাত্রীদের সুবিধার্থে রয়েছে এয়ার পিউরিফায়ার, ওয়্যারলেস ফোন চার্জিং, ইউএসবি টাইপ-সি চার্জার, ১২ ভোল্ট পাওয়ার সকেট, প্যানারোমিক সানরুফ, রিয়ার ক্যামেরা স্ক্রিন ইত্যাদি। ৭ আসনের সঙ্গে আসে এই গাড়ি। মিলবে অঢেল বুট স্পেস।

ইঞ্জিনের ক্ষেত্রে চার চাকায় মিলবে দুটি বিকল্প - ২ লিটার পেট্রোল ইঞ্জিন। যা সর্বোচ্চ ২৪৫ হর্সপাওয়ার শক্তি এবং ৩৬৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। আরেকটি ২ লিটার ডিজেল ইঞ্জিন। যা সর্বাধিক ২০১ হর্সপাওয়ার এবং ৪৩০ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে রয়েছে অটোমেটিক গিয়ারবক্স যা গাড়ির চার চাকাতেই শক্ত সরবরাহ করে।

car2

যাদের একটু বেশি শক্তি ও টর্ক পছন্দ অফ-রোডিং করতে ভালোবাসেন তাদের জন্য পেট্রল ইঞ্জিন ভালো হতে পারে। তবে ডিজেল ইঞ্জিনে গাড়ির টর্ক অনেক বেশি। ২৪৫টি ঘোড়ার সমান শক্তি উত্পন্ন করতে পারে এই ল্যান্ড রোভার।

ভারতে সাধারণত লাক্সারি লাইফস্টাইল এসইউভির দাম বেশ প্রিমিয়াম রাখা হয়। এই গাড়ির দাম রাখা হয়েছে ৬৭.৯০ লাখ রুপি। গাড়িতে নতুন ভার্সাইন ব্লু কালার যোগ করেছে জাগুয়ার ল্যান্ড রোভার।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর