অটোমোবাইল ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ এএম
অনেকেই রয়েল এনফিল্ড মোটরসাইকেল কিনতে চান। কিন্তু এই বাইকের দাম বেশি। তাই সাধ থাকলেও সাধ্যের কারণে কেনা হয় না। রয়েল এনফিল্ড ভক্তদের জন্য সুখবর। কোম্পানি এখন থেকে নতুন বাইকের পাশাপাশি সেকেন্ড হ্যান্ডও বিক্রি করছে। ব্যবহৃত এই মোটরবাইকে মিলবে ওয়্যারেন্টিও।

সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রির জন্য নতুন একটি কোম্পানি খুলেছে রয়েল এনফিল্ড। এই কোম্পানির নাম রিওন।
আরও পড়ুন: পালসার এনএস২০০: সেরা স্পোর্টস মোটরসাইকেল
নতুন এই কোম্পানি থেকে কেবলই এনফিল্ডের সেকেন্ড হ্যান্ড বাইকই বিক্রি করা হবে। এই প্ল্যাটফর্ম থেকে রয়েল এনফিল্ড চালকরা যেমন তাদের বাইক বিক্রি করতে পারবেন, তেমনই আবার মানুষজন সেকেন্ড হ্যান্ড বাইক কিনতেও পারবেন।

সম্প্রতি রয়েল এনফিল্ড জানিয়েছে, তারা এবার থেকে সেকেন্ড হ্যান্ড বাইকের বাজারেও ঢুকছে। সেকেন্ড হ্যান্ড রয়েল এনফিল্ড বাইকে কাস্টমাররা গ্যারান্টিও পাবেন।
শুধু বাইক কেনা বা বিক্রি করাই নয়। একজন এনফিল্ড চালক যদি চান তার বাইকটি এক্সচেঞ্জ করে একটি নতুন মডেল কিনতে, তিনি তাও করতে পারবেন।

এই প্ল্যাটফর্মটি চালু করার পেছনে উদ্দেশ্য হল ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো করা এবং ব্র্যান্ড সম্পর্কে চালক, বিক্রেতা সকলের কাছেই একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করা।
সম্প্রতি প্ল্যাটফর্মটির উদ্বোধন করতে গিয়ে রয়েল এনফিল্ড সিইও বি গোবিন্দরাজন বলেন, ‘আমরা রিওন প্ল্যাটফর্মটিকে সকলের জন্য অ্যাক্সেসিবল করার চেষ্টা করছি। এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে মানুষকে আশ্বস্ত করতে চাই যে, তারা এমনই সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন, যাতে গ্যারান্টিও দেওয়া হচ্ছে।
এজেড