শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পালসার এনএস২০০: সেরা স্পোর্টস মোটরসাইকেল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৩, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

pulsar bike bd

বাজাজের পালসার সিরিজের মোটরসাইকেল এনএস২০০ মডেল। এটি একটি স্পোর্টস বাইক। এতে রয়েছে কিছু অনবদ্য ফিচার। যা এই মডেলকে অনন্য করেছে। 

আরো পড়ুন: বছর শেষে যেসব মোটরসাইকেল আসছে


বিজ্ঞাপন


মানুষের হৃদয়ে রাজ্য করা শুরু করেছে ২০২৩ এডিশনের বাজাজ পালসার এনএস ২০০। নতুন পালসারে রয়েছে বিশেষ কিছু আপডেট। এর ব্রেকিং এবং স্থিতিশীলতাও উন্নত। নতুন পালসারে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে টেলিস্কোপিক ফর্কে। নতুন পালসার এনএস ২০০-এ থাকছে ইউএসডি ফোর্ক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস)। ব্রেকিং এবং কর্নারিংয়ের সময় বাইকের কর্মক্ষমতা আরো বাড়িয়ে তোলে।

[PUL;SAR

বাজাজ তার আগের মডেলে পাওয়া সিঙ্গেল চ্যানেল সিস্টেমকে ডুয়াল চ্যানেল এবিএস দিয়ে প্রতিস্থাপন করেছে। এন্টি লক ব্রেকিং সিস্টেমের কারণে মোটরসাইকেলের নিরাপত্তা উন্নত হবে। বাজাজ পালসার এন১৬০ বাইকটিতে এই ফিচারগুলো ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। 

এছাড়া ২০২৩ বাজাজ পালসার এনএস ২০০ নতুন কালার অপশন এবং গ্রাফিক্স আরও উন্নত। ২০২৩ পালসার এনএস২০০-এ সেমি-ডিজিটাল কনসোল এবং বাল্ব-টাইপ হেডল্যাম্প এবং টার্ন ইন্ডিকেটর থাকবে।


বিজ্ঞাপন


PULSAR

১৯৯.৫ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুল্ড ট্রিপল স্পার্ক ইঞ্জিনে রয়েছে স্পার্ক। এটি বিএসআইভি নির্গমন নিয়ম অনুযায়ী কাজ করে। এর ইঞ্জিন ২৩ বিএইচপি পাওয়ার এবং ১৮.৩ এনএম টর্ক উৎপন্ন করে। 

এটি একটি সিক্স স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত।  ভারতে বাজাজ পালসার এনএস২০০ মডেলের দাম ১ লাখ ৪১ হাজার রুপি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর