images

অটোমোবাইল

বাজাজ নতুন ইলেকট্রিক স্কুটার আনল

অটোমোবাইল ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ এএম

ভারতের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ নতুন ইলেকট্রিক স্কুটার আনল। মডেল বাজাজ চেতক। এই বৈদ্যুতিক স্কুটারে হাই-রেঞ্জের সঙ্গে স্মার্ট ফিচার্স রয়েছে। একবার চার্জ দিলে ১১৩ কিলোমিটার চলবে। স্কুটারটির দাম ভারতের ১ লাখ ১৫ হাজার রুপি। 

আরও পড়ুন: পালসার এনএস২০০: সেরা স্পোর্টস মোটরসাইকেল

ফিচার্স ও স্পেসিফিকেশনে জোর দিয়েছে সংস্থাটি। নিত্য যাতায়াতে এই স্কুটার যাতে একটি টেকসই বিকল্প হয়ে ওঠে তার জন্য যোগা হয়েছে নতুন ডিসপ্লে, রাইডিং মোড এবং ড্রাম ব্রেক।

bajaj

বাজাজ চেতক আর্বান স্কুটারের বৈশিষ্ট্য

ব্যাটারি ও রেঞ্জ : ২০১৯ সালে প্রথম লঞ্চ হয় চেতক। চার বছর পর নতুন ভেরিয়েন্ট আনল বাজাজ। যেখানে ৫ কিলোমিটার বেশি, ফুল চার্জে ১১৩ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। ব্যাটারি প্যাক রয়েছে ২.৯ কিলোওয়াট আওয়ারের। 

bajaj-2

গতি ও ফিচার্স : বাজাজ চেতক আর্বান স্কুটারের সর্বোচ্চ গতি ৬৩ কিমি প্রতি ঘণ্টা। রাইডিং মোড রয়েছে একটি (ইকো)। তবে টেপাক নামের নতুন ফিচার প্যাক স্কুটারে ইন্সটল করলে ৭৩ কিমি প্রতি ঘণ্টা গতি এবং অতিরিক্ত স্পোর্ট রাইডিং মোড পেয়ে যাবেন।

বিশেষ ফিচার হিসেবে স্কুটারটিতে রয়েছে এলসিডি ডিসপ্লে, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ব্লুটুথ কানেক্টিভিটি। স্কুটারটি ফুল চার্জ হতে সময় লাগে সাড়ে চার ঘণ্টা। এর দুই চাকায়ই দেওয়া হয়েছে ড্রাম ব্রেক। 

এজেড