images

শিল্প ও সাহিত্য

‘সুস্থ তারুণ্যই সামাজিক অবক্ষয় রোধ করতে পারে’

ঢাকা মেইল ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

সুস্থ ধারারার তারুণ্যই সামাজিক অবক্ষয় রোধ করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ সদস্য, কথাশিল্পী হাফিজ মাওলানা মাসউদুল কাদির।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ফেনী সাহিত্য ফোরাম আয়োজিত পাঁচ দিনব্যাপী বইমেলার নির্ধারিত তারুণ্য সম্মেলনে মুখ্য আলোচকের আলোচনায় তিনি এসব কথা বলেন।

মাউসদুল কাদির বলেন, ফেনীর আলেম-উলামা তারুণ্যকে নিয়ে কাজ করছেন। তরুণদের যদি নববী আদর্শে উজ্জীবিত করা যায়, সুস্থ সমাজ বিনির্মাণ সহজ হবে।

এই লেখক-সাংবাদিক বলেন, মাদকের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে আলেমদেরকেই রুখে দাঁড়াতে হবে।

আরও পড়ুন

ফেনীতে ৫ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

মাওলানা আবদুজ্জাকের সভাপতিত্বে ও মুফতি কাজী সিকান্দারের পরিচালনায় আরও বক্তব্য দেন শর্শদি মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার, লেখক কবি রেজা হাসান, মুফতি হাসান সানাউল্লাহ, মুফতি উবায়দুল হক খান, মাওলানা মিজানুর রহমান জামীল প্রমুখ।

তারুণ্য সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন ইকরা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াসিন।

জেবি