শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীতে ৫ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

ফেনীতে ৫ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

ফেনী সাহিত্য ফোরামের উদ্যোগে ফেনীতে ৫ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, জামেয়া মাদানিয়া ফেনীর নায়েবে মুহতামিম মুফতি আহমদ উল্লাহ।


বিজ্ঞাপন


ফেনী সাহিত্য ফোরামের উপদেষ্টা ও হেফাজতে ইসলাম ফেনীর সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. ইসমাইল হোসেন।

feni_2

বিশেষ অতিথি ছিলেন- ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ও দৈনিক বনিকবার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার।

ফেনী সাহিত্য ফোরামের সদস্য মাওলানা আজিজ উল্লাহ আহমদীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন- ফেনী সাহিত্য ফোরামের আহ্বায়ক কাজী সিকান্দার। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কবি সাহিত্যিকসহ বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ বক্তব্য দেন। 


বিজ্ঞাপন


feni_3

দর্শনার্থী কামরুল হাসান বলেন, এবারের মেলায় বেশিরভাগ স্টলে ধর্মীয় বিভিন্ন বই সাজানো রয়েছে। এসব বই পাঠের মাধ্যমে পাঠকরা নিজেকে সমৃদ্ধ করতে সহায়ক হবে। 

সামিয়া আক্তার নামের এক দর্শনার্থী বলেন, আমি বাংলা অনুবাদসহ একটি পবিত্র কোরআন শরীফ নিয়েছি। কয়েকটি ইসলামী বই ক্রয় করেছি। দাম তুলনামূলক কম থাকায় মেলাটি ভালো সাড়া পাবে।

feni_3

আয়োজক কমিটির সদস্য সচিব আবু বকর ছিদ্দিক বলেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মেলায় ৩৩টি স্টল রয়েছে। এসব স্টলে ব্যক্তিজীবন থেকে শুরু করে মানব জীবনের সব স্তরের বই রয়েছে। কয়েকটি প্রকাশনী বিশেষ ছাড়ে বই বিক্রি করছেন। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টল চালু থাকবে। 

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর