images

কৃষি ও পরিবেশ

শীত ও কুয়াশা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট বজায় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও শীতের তীব্রতা অনুভূত হতে পারে।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে (সকাল ৬টা) ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

বেলা বাড়ার সাথে সাথে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ, যা কুয়াশার তীব্রতা বাড়াতে সাহায্য করছে।

পাশাপাশি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে হিমেল বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদদের মতে, কুয়াশাচ্ছন্ন পরিস্থিতির কারণে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতে না পারায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উত্তরী বাতাসের প্রবাহ থাকায় বিশেষ করে খোলা জায়গা ও রাস্তাঘাটে শীতের অনুভূতি বেশি হতে পারে।

শুষ্ক আবহাওয়ায় ধুলোবালির পাশাপাশি কুয়াশার মিশ্রণে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই যানবাহনকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এমআই