images

কৃষি ও পরিবেশ

তাপদাহে পুড়ছে দেশ, রাজধানীতেও সর্বোচ্চ তাপমাত্রায় হাঁসফাঁস

নিজস্ব প্রতিবেদক

০৯ মে ২০২৫, ০৬:২৯ পিএম

দেশের একটি বড় অংশজুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। মৃদু থেকে মাঝারি মানের এই তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আজ চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে রাজধানী ঢাকাও।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, আজ শুক্রবার (৯ মে) রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২৮ মার্চ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ ৪১ ডিগ্রি তাপমাত্রা

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে চলতি বছরে দুই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ মার্চ চুয়াডাঙ্গায় এবং ২৩ এপ্রিল যশোরে—৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগে তাপপ্রবাহ চলছে। এ অবস্থা আরও অন্তত দুই দিন চলতে পারে।

tem2

এদিকে তাপপ্রবাহের কারণে তীব্র গরমে নগর জীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আজ ছুটির দিন হওয়ায় অনেকে বিশেষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হননি। যারা বের হয়েছেন রোদের উত্তাপ আর গরমের কারণে তাদের অবস্থাও কাহিল হয়ে যায়।

রাজধানীর নতুন বাজারে কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী ফেরদৌস হাসানের সঙ্গে। তিনি জানান, একটি ব্যক্তিগত প্রয়োজনে বিদেশি দূতাবাসে এসেছিলেন। গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। গরমে টিকতে না পেরে রাস্তার পাশের বরফ মেশানো শরবত খেয়ে কোনো রকম স্বস্তি খোঁজার চেষ্টা করছেন। তিনি জানান, আজ এত গরম পড়বে আগে জানলে তিনি বের হতেন না।

আরও পড়ুন

গরমের দাপট থাকবে আরও কয়েকদিন

শুক্রবার (৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।

52

এবার উষ্ণতম মাস হিসেবে পরিচিত এপ্রিলে গরম অপেক্ষাকৃত কম ছিল। চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল। তবে গত বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এটি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আরও পড়ুন

এই গরমে কী খেলে প্রশান্তি মেলে?

তবে টানা কয়েক দিন তাপপ্রবাহের পর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, পাঁচ দিন পর বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং এটি অব্যাহত থাকতে পারে।

জেবি