শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কৃষিকাজ

বাংলাদেশে সবচেয়ে লাভজনক ফসল কোনটি?

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ১০:০০ এএম

শেয়ার করুন:

লাভজনক কৃষি কোনটি ২০২৫
বাংলাদেশের উর্বর মাটিতে যেকোনো ফসলই ফলানো সম্ভব। ছবি: ইন্টারনেট

বাংলাদেশে কোন ফসলের চাষ লাভজনক হবে, তা নির্ভর করে মৌসুম, জমির ধরন, বাজারদর এবং চাহিদার ওপর। তবে সাম্প্রতিক বছরগুলোর বাজার পরিস্থিতি ও কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কিছু ফসল তুলনামূলক বেশি লাভজনক—

১. সবজি চাষ


বিজ্ঞাপন


বাংলাদেশে প্রায় সারা বছরই সবজির চাহিদা থাকে। বিশেষ করে শীতকালীন সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, মুলা, টমেটো, বেগুন, গাজর, শিম ইত্যাদি কম সময়ে উৎপাদন হয় এবং ভালো দাম পাওয়া যায়।

paddy

২. ধানের উচ্চফলনশীল জাত

বোরো মৌসুমে হাইব্রিড বা উচ্চফলনশীল ধান (যেমন ব্রি ধান-২৯, ব্রি ধান-৮১) চাষ করলে উৎপাদন বেশি হয় এবং লাভজনক হয়। তবে ধানের বাজারদর ওঠানামা করে, তাই সঠিক সময়ে বিক্রি গুরুত্বপূর্ণ।


বিজ্ঞাপন


৩. ফল চাষ

আম, লিচু, কলা, পেয়ারা, আমড়া, কাঁঠাল, ড্রাগন ফল, মাল্টা ও পেঁপে চাষ দীর্ঘমেয়াদে লাভজনক। বিশেষ করে ড্রাগন ফল, মাল্টা ও পেঁপের চাহিদা শহরাঞ্চলে দ্রুত বাড়ছে।

sobji

৪. মসলা জাতীয় ফসল

পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ও হলুদের চাষ ভালো লাভ দেয়, কারণ এসবের আমদানি নির্ভরতা বেশি এবং দাম সাধারণত বেশি থাকে।

৫. ডাল ও তেলবীজ ফসল

মসুর, মুগডাল, ছোলা, সরিষা ও সূর্যমুখী চাষ স্বল্প খরচে বেশি মুনাফা দেয় এবং এগুলোর বাজার সবসময় থাকে।

৬. ফুল চাষ

গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জারবেরা ইত্যাদি ফুলের চাহিদা বিয়ে, অনুষ্ঠান ও পূজা-পার্বণে অনেক বেশি থাকে, ফলে ছোট জমিতেও ভালো আয় সম্ভব।

farming

৭. ক্যাশ ক্রপ (নগদ ফসল)

আখ, পাট, চা, কফি, কলা ও আনারস নির্দিষ্ট অঞ্চলে লাভজনক। যেমন, টাঙ্গাইল ও জামালপুরে পাট, সিলেট ও চট্টগ্রামে চা চাষ।

পরামর্শ:

চাষের আগে বাজারদর ও চাহিদা যাচাই করুন।

উচ্চফলনশীল ও রোগপ্রতিরোধী জাত বেছে নিন।

আরও পড়ুন: বস্তায় সবজি চাষ পদ্ধতি

প্রয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা স্থানীয় কৃষি অফিস থেকে পরামর্শ নিন।

একাধিক ফসল চাষ করে ঝুঁকি ভাগ করে নিন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর