মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ, আরও কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ এএম

শেয়ার করুন:

loading/img

শনিবার থেকে দেশে চতুর্থ ধাপে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। প্রথম দিন দুই জেলায় থাকলেও পরবর্তীতে বিস্তার লাভ করে শৈত্যপ্রবাহ ছড়িয়েছে আরও ছয় জেলায়।

রোববার (২৬ জানুয়ারি) দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সাত জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, যা আজও অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।


বিজ্ঞাপন


আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ সোমবারও অব্যাহত থাকতে পারে।

রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতেও কমে গেছে সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সেখানে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, শনিবারের চেয়ে রোববার শীতের তীব্রতা অনেকটাই বেড়েছে। সোমবারও তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। তবে আগামী বুধবার থেকে তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


বিজ্ঞাপন


চলতি মাসে দেশে একবারই মাত্র মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। মৃদু শৈত্যপ্রবাহও খুব বিস্তৃত ছিল না। এ দফায় শৈত্যপ্রবাহ কেমন হতে পারে? এ প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, এ দফায় মাঝারি আকারের শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকলেও তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর