শনিবার, ১১ মে, ২০২৪, ঢাকা

আফগান নারীদের বিশ্ববিদ্যালয় শিক্ষায় নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২, ০৮:৩১ পিএম

শেয়ার করুন:

আফগান নারীদের বিশ্ববিদ্যালয় শিক্ষায় নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি
ফাইল ছবি

আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয় শিক্ষা বন্ধে তালেবান সরকারের ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। সেই সঙ্গে ৬৬টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের এই যৌথ প্লাটফর্ম অনতিবিলম্বে এই নির্দেশনা প্রত্যাহারের মাধ্যমে নারীদের উচ্চশিক্ষার পথ প্রসার করার আহ্বান জানিয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।


বিজ্ঞাপন


এতে বলা হয়, বিভিন্ন সংবাদ ও গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে- আফগানিস্তানে তালেবান সরকার বিশ্ববিদ্যালয়ে নারীদের অধ্যয়ন বন্ধের ঘোষণা দিয়েছেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদক্ষেপ অব্যাহত থাকবে। তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রীর এ ধরণের নির্দেশে সামাজিক প্রতিরোধ কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে।

>> আরও পড়ুন: আফগান নারীদের বিশ্ববিদ্যালয় শিক্ষা বন্ধের নিন্দা মহিলা পরিষদের

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, তালেবান ক্ষমতায় যাওয়ার পরই আফগানিস্তানের শিক্ষাখাতে ব্যাপক প্রভাব পড়ে। গত বছর তালেবান ক্ষমতা দখলের পর বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষায় নারীদের অংশগ্রহণ ব্যাপকভাবে সীমিত করে। নারীদের জন্য পৃথক শ্রেণিকক্ষসহ বিকল্প যাতায়াতের পথ বেঁধে দেয় তালেবান প্রশাসন। এছাড়া কারা নারীদের পড়াতে পারবেন, আর কারা পড়াতে পারবেন না- তাও নির্ধারণ করে দেয় তালেবান সরকার। এরপর এই নিষেধাজ্ঞা আইন কার্যকর হলে আনুষ্ঠানিক শিক্ষায় আফগান নারীদের প্রবেশাধিকার আরও সীমাবদ্ধ করে ফেলবে। কেননা ইতোমধ্যেই আফগান নারীরা মাধ্যমিক শিক্ষা থেকে বাদ পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার রক্ষায় প্রতিটি দেশের সরকার নারী-পুরুষ নির্বিশেষে তার জনগণের নিকট দায়বদ্ধ। অথচ আফগানিস্তানের নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিষিদ্ধ করে দেশটির তালেবান সরকার যে নির্দেশনা দিয়েছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই নির্দেশনার ক্ষতিকর নেতিবাচক প্রভাব বিশ্বের অন্যান্য দেশেও পড়বে। তাই সামাজিক প্রতিরোধ কমিটি এই মানবাধিকার পরিপন্থী নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে।


বিজ্ঞাপন


বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো:

বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, স্টেপস টুয়াডর্স ডেভেলপমেন্ট, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ব্র্যাক, উইমেন ফর উইমেন, কেয়ার বাংলাদেশ, কর্মজীবী নারী, জাতীয় শ্রমিক জোট, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, আইইডি, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, নিজেরা করি, মানুষের জন্য ফাউন্ডেশন, ঢাকা ওয়াইডবিউসিএ, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, অক্সফাম জিবি, এ্যাকশন এইড বাংলাদেশ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, আওয়াজ ফাউন্ডেশন, প্রিপ ট্রাষ্ট, এডিডি বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন, গণসাক্ষরতা অভিযান, নাগরিক উদ্যোগ, প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ, সারি, বাউশি, পাক্ষিক অনন্যা, এসিডি রাজশাহী, ব্রতী, নারী মৈত্রী, ওয়েভ ফাউন্ডেশন, ইক্যুয়িটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, নারী উদ্যোগ কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক জোট, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী জোট, শক্তি ফাউন্ডেশন, বিপিডব্লিউ ক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী, এসিড সারভাইভার্স ফাউন্ডেশন, নারী মুক্তি সংসদ, সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ডিআরআরএ, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, বাংলাদেশ আদিবাসী ফোরাম, সরেপটেমিষ্ট ইন্টারন্যাশন্যাল ক্লাব, বিল্স, এডাব, এফপিএবি, ওয়াইডাব্লিউসিএ অব বাংলাদেশ, দলিত নারী ফোরাম, দীপ্ত: এ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট, অপরাজেয় বাংলাদেশ, ব্লাষ্ট, টার্নিং পয়েন্ট, সেন্টার ফর মেন অ্যান্ড মেসকুলিনিটিজ স্টাডিস, সেভ দ্য চিলড্রেন, অভিযান, আদিবাসী নারী নেটওয়ার্ক, ডিসএবলড ওয়েলফেয়ার সোসাইটি, নারী ঐক্য ও পল্লীমা মহিলা পরিষদ।

এমএইচ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর