শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

পুরুষরা কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়ছে: মেহের আফরোজ চুমকি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২২, ০৭:৩০ পিএম

শেয়ার করুন:

পুরুষরা কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়ছে: মেহের আফরোজ চুমকি
বক্তব্য রাখছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি | ছবি: ঢাকা মেইল

পুরুষরা কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার (৯ মার্চ) বিকালে মহাখালীর ব্রাক সেন্টার ইন ‘উইমেনস ক্যাফে’ আয়োজিত ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ শীর্ষক এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


মেহের আফরোজ চুমকি বলেন, পুরুষদের পাশাপাশি আজ নারীরাও সাফল্য দেখাচ্ছেন। তবে প্রাথমিক শিক্ষাসহ উচ্চমাধ্যমিক শিক্ষায় পুরুষরা পিছিয়ে পড়ছেন বলেও দাবি করেন তিনি।

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রাইমারি স্কুলেই মেয়েদের সংখ্যা বেশি মনে করা হতো। দেখা যাচ্ছে, ছেলেরা নানাভাবে পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠেছে। পত্রিকায় দেখলাম, কলেজে ভর্তির ক্ষেত্রে মেয়েদের সংখ্যা বেশি। মেয়েরা কিন্তু তাদের উপস্থিতির জানান দিচ্ছে। পুরুষরা সাবধান। তাদেরও যদি অংশগ্রহণ কমে, তখন পরুষদের পুরুষ দিবস পালন করতে হবে। এর জন্য পুরুষদের ব্যাপারেও আমাদের সচেতন হতে হবে। পরিবারে ছেলে ও মেয়েদের সমান চোখে দেখতে হবে।

বর্তমানে ইউনিয়ন পরিষদে হাজার হাজার নারীদের নির্বাচনের মাঠে নামার সুযোগ তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, সৃষ্টিকর্তা কাউকে জন্মের সময় কোনো দিক দিয়ে যদি একটু কম দেয়, অন্যদিক দিয়ে অনেক বেশি দিয়ে দেয়। আমাদের সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন (হিজড়া, ট্রান্সজেন্ডার) হয়ে জন্ম নিলে সমস্ত দায় পড়তো মায়েদের ওপর। ফলে মা সমাজে হেয়-প্রতিপন্ন হতো, ভয় পেত ঘর থেকে বের করতে। আজ এমন পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

মেহের আফরোজ চুমকি বলেন, আজ এ সকল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর সম্মান দেওয়া হচ্ছে। তাদের ভাতা দেওয়া হচ্ছে। এবারের বাজেটে বলা হয়েছে- এ সকল বিশেষ মানুষগুলোকে কোনো সংস্থা বা কেউ চাকরি দিলে তাদের স্পেশাল সুযোগ দেওয়া হবে।


বিজ্ঞাপন


নারীদের এসব অধিকার প্রতিষ্ঠা এমনিতেই হয়নি উল্লেখ করে তিনি বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষরাও সোচ্চার ছিলেন।

আরও পড়ুন: জীবন সংগ্রামে অদম্য ‘ময়না দিদি’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারপারসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। এছাড়া বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি এতে উপস্থিত ছিলেন।

ডিএইচডি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর