সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রোববার (৪ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌলভীবাজার ছাড়াও সিলেট, কুমিল্লা ও নওগাঁসহ দেশের বেশ কিছু অঞ্চলে এখন শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
শ্রীমঙ্গলে হাড়কাঁপানো শীত, কাঁপছে পঞ্চগড়ও
বিজ্ঞাপন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় সেখানে জনজীবন থমকে গেছে। এদিকে হিমালয়-কাঞ্চনজঙ্ঘার কোলঘেঁষা জেলা পঞ্চগড়েও বইছে হাড়কাঁপানো শীত। আজ সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেখানে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। সারাদিন সূর্যের দেখা না মেলায় এবং উত্তরের হিম শীতল বাতাসে সাধারণ মানুষ ও নিম্নআয়ের শ্রমজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আরও পড়ুন: শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ
সিরাজগঞ্জে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে
যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে আজ বৃষ্টির মতো কুয়াশা ঝরতে দেখা গেছে। সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ। জেলাটিতে আজ সর্বনিম্ন ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কনকনে শীতের কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন কাজে বের হতে পারছেন না।
বিজ্ঞাপন
কুয়াশার চাদরে ঢাকা রাজধানী
আজ ভোর থেকেই রাজধানী ঢাকা তীব্র কুয়াশার কবলে ছিল। বিশেষ করে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশার দাপট ছিল সবচেয়ে বেশি। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও শীতের অনুভূতি কমেনি।

একনজরে সারা দেশের সর্বনিম্ন ১০ তাপমাত্রা (৪ জানুয়ারি)
আজ দেশের যেসব স্থানে তাপমাত্রা সবচেয়ে কম ছিল, তার একটি তালিকা নিচে দেওয়া হলো:
১. শ্রীমঙ্গল: ৯.৫° সে. ২. যশোর: ৯.৬° সে. ৩. সিরাজগঞ্জ: ৯.৬° সে. ৪. কুমারখালী: ৯.৮° সে. ৫. সিলেট: ৯.৯° সে. ৬. কুমিল্লা: ১০.০° সে. ৭. ঈশ্বরদী: ১০.০° সে. ৮. রাজারহাট: ১১.০° সে. ৯. তেঁতুলিয়া: ১১.০° সে. ১০. টাঙ্গাইল: ১০.৫° সে.
আরও পড়ুন: সারাদেশে বাড়বে শীতের প্রকোপ
বিভাগ ভিত্তিক আবহাওয়ার চিত্র
ঢাকা বিভাগ: ঢাকায় সর্বোচ্চ ২১° সে. এবং সর্বনিম্ন ১২.২° সে.। টাঙ্গাইলে ১০.৫° সে. এবং গোপালগঞ্জে ১১.২° সে. তাপমাত্রা বিরাজ করছে। (সূর্যোদয় ০৬:৪২, সূর্যাস্ত ০৫:২৫)।
চট্টগ্রাম ও পার্বত্য জেলা: চট্টগ্রাম শহরে সর্বনিম্ন ১৩.৯° সে. হলেও পার্বত্য জেলাগুলোতে শীত অনেক বেশি। কুমিল্লায় সর্বনিম্ন ১০° সে. এবং ফেনীতে ১০.৮° সে.। তবে সেন্ট মার্টিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩° সে.।
সিলেট বিভাগ: এ বিভাগে শীতের প্রকোপ সবচেয়ে বেশি। সিলেটে সর্বনিম্ন ৯.৯° সে. এবং শ্রীমঙ্গলে ৯.৫° সে.।
রাজশাহী বিভাগ: ঈশ্বরদীতে সর্বনিম্ন ১০° সে. এবং রাজশাহী শহরে ১২° সে. রেকর্ড করা হয়েছে।
রংপুর বিভাগ: উত্তরের এ বিভাগে কুয়াশার দাপট সবচেয়ে বেশি। দিনাজপুরে ১১.৬° সে. এবং তেঁতুলিয়ায় ১১° সে.।
আরও পড়ুন: কুয়াশা–শীতে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা আরও কমার আভাস
খুলনা ও বরিশাল বিভাগ: যশোরে আজ ৯.৬° সে. তাপমাত্রা রেকর্ড হয়েছে। খুলনায় ১১.৪° সে. এবং বরিশালে ১২.২° সে.।
আবহাওয়া অফিস জানিয়েছে, কুয়াশার এই দাপট আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রাতে ও ভোরে নদী অববাহিকায় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এজেড

