সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

শেয়ার করুন:

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ

পৌষের মাঝামাঝি সময়ে শীতের দাপটে কাঁপছে সারাদেশ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে শীত কমার কোনো আপাত সুখবর নেই। উল্টো, দেশের কয়েকটি জেলায় বইতে থাকা মৃদু শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিনে আরো বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সরকারি সংস্থাটি জানিয়েছে, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কয়েক দিনের মধ্যে আরও তীব্র হয়ে উঠতে পারে।


বিজ্ঞাপন


আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দিল্লি থেকে বাংলাদেশের দিকে ধেয়ে এসেছে একটি বিশাল কুয়াশাবেল্ট। এটি রংপুর ও রাজশাহী বিভাগ দিয়ে প্রবেশ করে শনিবার রাত থেকে ধীরে ধীরে দেশের প্রায় ৭০-৮০ শতাংশ এলাকায় প্রভাব ফেলতে শুরু করেছে।

কয়েক দিন ধরে কনকনে ঠান্ডায় স্থবির হয়ে আছে মানুষ। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। ঠাকুরগাঁও ও শরীয়তপুরে বইছে হিমেল বাতাস, তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। হাড় কাঁপানো শীতে কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

রাজধানী ঢাকার বিস্তীর্ণ অঞ্চলও মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। কুয়াশার কারণে বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলে ধীরগতি দেখা গেছে। এর সঙ্গে হিমেল বাতাস যুক্ত হওয়ায় জনজীবনেও নেমে এসেছে স্থবিরতা।

শীতের কারণে দেশের হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। শয্যার তুলনায় ভর্তি রোগীর সংখ্যা কয়েকগুণ বেশি। সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন শিশু ও বৃদ্ধরা।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর